গ্রাহকদের কথা ভেবে BSNL আনলো মাল্টি রিচার্জ সুবিধা, চাপ বাড়বে জিও ও এয়ারটেলের উপর

এবার রিলায়েন্স জিও ও এয়ারটেলের দেখানো পথেই হাঁটতে শুরু করলো ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। সরকারি এই টেলিকম কোম্পানি ঘোষণা করেছে গ্রাহকদের মাল্টি রিচার্জ সুবিধা দেওয়া হবে। প্রসঙ্গত এই সুবিধা ইতিমধ্যেই Reliance Jio ও Airtel তাদের গ্রাহকদের দিয়ে থাকে। এই দুই কোম্পানি গত ডিসেম্বরে নতুন প্ল্যান আনার সময় এই সুবিধা নিয়ে এসেছিল, যাতে গ্রাহকরা পুরানো প্ল্যানগুলি অধিকবার রিচার্জ করে রাখতে পারে। BSNL ও এবার তাদের গ্রাহকদের এই সুবিধা দেবে।

BSNL মাল্টি রিচার্জ ফ্যাসিলিটি কি?

মাল্টি রিচার্জ ফ্যাসিলিটিতে বিএসএনএল প্রিপেড গ্রাহকরা একটি প্ল্যান অধিকবার রিচার্জ করে রাখতে পারবে। একটি প্ল্যানের ভ্যালিডিটি শেষ হলে স্বয়ংক্রিয় ভাবে আরেকটি প্ল্যান সক্রিয় হয়ে যাবে। বিএসএনএল এর এই সুবিধা প্রিপেড ভাউচার (PV) ও স্পেশাল ট্যারিফ প্ল্যানে (PV) প্রযোজ্য।

BSNL মাল্টি রিচার্জ ফ্যাসিলিটি কোন কোন প্ল্যানের জন্য বৈধ:

বিএসএনএল এর এই সুবিধা ৯৭ টাকা, ৯৮ টাকা, ১১৮ টাকা, ১৮৭ টাকা, ২৪৭ টাকা, ৩১৯ টাকা, ৩৯৯ টাকা, ৪২৯ টাকা, ৪৮৫ টাকা, ৬৬৬ টাকা, ৬৯৯ টাকা, ৯৯৭ টাকা, ১,৬৯৯ টাকা ও ১,৯৯৯ টাকার প্ল্যানগুলিতে পাওয়া যাবে।

কোম্পানির তরফে বলা হয়েছে গ্রাহকদের মেসেজ পাঠিয়ে নতুন এই সুবিধা সম্পর্কে জানানো হবে। BSNL মাল্টি রিচার্জ ফ্যাসিলিটি সমস্ত সার্কেলে উপলব্ধ। গ্রাহকরা এতে উপকৃত হবেন বলেই মনে হয়। কারণ কোম্পানি মাঝে মাঝেই জনপ্রিয় প্ল্যান বন্ধ করে দেয়। ফলে একটি প্ল্যান রিচার্জ করে রাখলে কোম্পানি প্ল্যানটি বন্ধ করলেও গ্রাহকরা সুবিধা পেতে থাকবে।