Poco F3 GT আগস্টে লঞ্চ হচ্ছে, Dimensity 1200 প্রসেসরের সাথে থাকবে ৬৪ এমপি ট্রিপল ক্যামেরা

Poco গত মে মাসে ভারতে Poco F3 GT ফোনের টিজার রিলিজ করেছিল এবং জানা গিয়েছিল ফোনটি চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে (Q3) লঞ্চ হবে। এটি ভারতে Poco F সিরিজের দ্বিতীয় ফোন হবে। ইতিমধ্যেই ফোনটি ভারতের BIS সার্টিফিকেশন লাভ করেছে। এখন নতুন রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি আগস্টের শুরুতে লঞ্চ হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি, Poco F3 GT ফোনটি আসলে গত এপ্রিলে Redmi K40 Game Enhanced Edition এর রিব্র্যান্ডেড ভার্সন।

Poco F3 GT এর লঞ্চের তারিখ

৯১মোবাইলস তাদের প্রতিবেদনে দাবি করেছে, পোকো এফ৩ জিটি ফোনটি আগস্টের শুরুতে ভারতে আসবে। যদিও তারা সঠিক লঞ্চের তারিখ জানায়নি।

Poco F3 GT এর দাম

পোকো এফ৩ জিটি এর দাম এখনও জানা যায়নি। তবে যেহেতু ফোনটি রেডমি কে৪০ গেম এনহ্যান্সড এডিশন এর রিব্র্যান্ডেড ভার্সন হবে, তাই এর দাম প্রায় একই থাকবে বলে আমাদের অনুমান। চীনে রেডমির ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ১,৯৯৯ ইউয়ান ( প্রায় ২৩,০০০ টাকা)। ভারতেও পোকো এফ৩ জিটি একই প্রাইস রেঞ্জে লঞ্চ হতে পারে।

Poco F3 GT এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

পোকো এফ৩ জিটি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ চিপসেট সহ আসতে পারে। আবার এই ফোনে দেখা যেতে পারে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আবার ডিসপ্লের প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস ৫ থাকতে পারে। ফোনটি ১২ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

Poco F3 GT ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যেতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৬৪+৮+২ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকতে পারে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার ফোনটি ৫,০৬৫ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে, যার সাথে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন