Vivo X70 সিরিজের সাথে লঞ্চ হতে পারে Vivo S10e, ফিচার সামনে আনল TENAA অথোরিটি

সম্প্রতি TENAA-র ওয়েবসাইটে Vivo V2130A মডেল নম্বরের একটি স্মার্টফোনকে স্পট করা হয়েছিল। TENAA-র লিস্টিং থেকে ফোনটির তথ্যাবলী উঠে এলেও অফিসিয়াল নামের ব্যাপারে কিছু জানা যায়নি। তবে একটি নয়া রিপোর্ট দাবি করছে, V2130A মডেল নম্বরের ফোনটি আসলে Vivo S10e৷ জল্পনা উস্কে তাতে আরও বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর Vivo X70 সিরিজের সঙ্গেই আত্মপ্রকাশ করবে এই স্মার্টফোন।

Vivo X70 সিরিজের সাথে আসছে Vivo S10e?

প্রসঙ্গত, ভিভো গত জুলাইতে Vivo S10 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছিল। এই সিরিজে এসেছিল Vivo S10 ও Vivo S10 Pro৷ Vivo S10e ফোনটি মূলত Vivo S10-এর ডাউনগ্রেড ভার্সন বলেই মনে হচ্ছে। তবে কোম্পানির তরফে অফিসিয়াল ভাবে Vivo S10e সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি৷ ফলে আনুষ্ঠানিক ঘোষণা না করা পর্যন্ত আমরা জোর দিয়ে বলতে পারছি না যে, একই দিনে Vivo X70, Vivo X70 Pro, ও Vivo X70 Pro+ এর সাথে Vivo S10e ফোনের আত্মপ্রকাশ ঘটবে কি না.

Vivo V2130A (Vivo S10e) TENAA লিস্টিং

TENAA-র লিস্টিং অনুসারে Vivo V2130A ফোনে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে থাকবে। ফোনটি ২.৪ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যা ডাইমেনসিটি ৯০০ প্রসেসর বলে মনে করা হচ্ছে। এছাড়া ৬ জিবি/ ৮ জিবি/ ১২ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যেতে পারে ফোনটি।

ফটোগ্রাফির জন্য Vivo V2130A ফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স ও ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন