অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও দ্রুত প্রসেসর সহ আসছে Microsoft Surface Duo 2

স্মার্টফোন কোম্পানি হিসাবে Microsoft এর নামডাক না থাকলেও, গতবছর উইন্ডোজ অপারেটিং সিস্টেম নির্মাতাটি ডুয়েল স্ক্রিনের Surface Duo এনে সবাই কে চমকে দিয়েছিল। এই ফোনের মুখ্য আকর্ষণ অবশ্যই ডুয়েল স্ক্রিনের ব্যবহার হলেও, মাইক্রোসফ্ট এক্ষেত্রে আরও একটি বড় পরিবর্তন এনেছিল, যা হল কাস্টমাইজ অ্যান্ড্রয়েডের সুবিধা। যদিও এরপরও ফোনটি তেমন সাড়া পাইনি। কিন্তু এবছর কোম্পানি আরও উন্নত স্পেসিফিকেশন সহ Surface Duo 2 এনে বাজার দখল করতে চাইছে।

Windowslatest এর রিপোর্ট অনুযায়ী, গতবছরের দ্বিতীয় কোয়ার্টার থেকে Microsoft, Surface Duo এর আপগ্রেড ভার্সনের ওপর কাজ করছে এবং এই ফোনটি চলতি বছরের শেষের দিকে লঞ্চ হবে। রিপোর্টে বলা হয়েছে, মাইক্রোসফ্ট সারফেস ডুও ২ আরও দ্রুত প্রসেসর, উন্নত ক্যামেরা, 5G এবং দুর্দান্ত সফটওয়্যার এক্সপেরিয়েন্স অফার করবে।

রিপোর্টে আরও বলা হয়েছে, মাইক্রোসফ্ট, সারফেস সিরিজে স্মার্টফোন ছাড়াও আরও অনেক প্রোডাক্টের ওপর কাজ করছে। আগামী মাসে অর্থাৎ এপ্রিলে কোম্পানি এই সিরিজে Surface Laptop 4 লঞ্চ করতে পারে। আবার অক্টোবর বা নভেম্বরে আসতে পারে Surface Pro 8।

Microsoft Surface Duo স্পেসিফিকেশন:

গতবছর লঞ্চ হওয়া সারফেস ডুও ফোনে ছিল দুটি ৫.৬ ইঞ্চির OLED ডিসপ্লে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছিল গরিলা গ্লাস। ফোনটিকে খুললে ছোট বই এর মত লাগে। স্টাইলাস পেনের সাথে আসা এই ফোনে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। আবার ফোনটি ৩,৫৭৭ এমএএইচ ব্যাটারি সহ এসেছিল। এই ফোনে পাবেন একটি ক্যামেরা। যেটি হল এফ/২.০ অ্যাপারচার সহ ১১ মেগাপিক্সেল। এই ক্যামেরায় OIS,লো লাইট অপ্টিমাইজেশন, এইচডিআর,৭এক্স জুম, ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন