Samsung আনছে নতুন Smart TV, ৩,০০০ টাকা ছাড়ের সাথে ফ্রি পাবেন ৮,৯০০ টাকার ওয়েবক্যাম

স্মার্ট টিভি (Smart TV) এখন যে আমাদের জীবনের একটা অন্যতম উল্লেখযোগ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আপনি যদি হালফিলে বিনোদনের জন্য এই আধুনিক প্রযুক্তি বিশিষ্ট টেলিভিশন কেনার কথা ভেবে থাকেন আর আপনার ঝোঁক থাকে লেটেস্ট ফিচারের প্রতি, তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। আসলে জনপ্রিয় ইলেকট্রনিক্স তথা টেক ব্র্যান্ড Samsung আবারও ভারতে তিন-তিনটি বড় সাইজের টিভি লঞ্চ করতে চলেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে, আগামী ৪ঠা আগস্ট মানে সপ্তাহের প্রায় শেষদিকে তারা এদেশের বাজারে নতুন Samsung Crystal Vision 4K টিভি রেঞ্জ লঞ্চ করবে, যার মধ্যে ৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি তিনটি স্ক্রিন ভ্যারিয়েন্ট থাকবে। এক্ষেত্রে সমস্ত টিভিতেই বিল্ট-ইন IoT ফিচার দেখা যাবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আপনি এখন আসন্ন Samsung Crystal Vision 4K টিভি রেঞ্জের প্রি-বুকিং করলে বিনামূল্যে ওয়েবক্যাম এবং ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

Samsung Crystal Vision 4K TV রেঞ্জের ফিচার

স্যামসাংয়ের আসন্ন ক্রিস্টাল ভিশন ৪কে টিভিগুলি ফিচারে ঠাসা হবে বলেই মনে হচ্ছে। আসলে ইতিমধ্যে নিশ্চিত হয়েছে যে, এই নতুন রেঞ্জের ডিভাইসগুলিতে অটো ব্রাইটনেস অ্যাডজাস্ট ফিচার এবং এর সহযোগী লাইট সেন্সর থাকবে, যা পরিবেশের উপর ভিত্তি করে স্ক্রিনের আলোকে ৭টি স্তর পর্যন্ত পরিবর্তন অপ্টিমাইজ করবে। অন্যদিকে এইসব টিভি ঘরের নিরাপত্তার ক্ষেত্রে সিসিটিভির মতো কাজ করবে; কোম্পানির মতে, এই টিভিগুলিকে ক্যামেরার সাথে কানেক্ট করা হলে এগুলি অনুপ্রবেশ সম্পর্কে ইউজারদের সতর্ক করতে সক্ষম হবে। শুধু তাই নয়, ইন-বিল্ট স্মার্টথিংস ইন্টিগ্রেশনের সুবিধা থাকায় এই স্যামসাং টিভি মডেলগুলি অন্যান্য সমস্ত স্মার্ট ডিভাইস সহজে নিয়ন্ত্রণ করতে দেবে।

স্যামসাংয়ের স্মার্ট টিভিগুলির অন্যান্য মূল বৈশিষ্ট্যের কথা বললে, এগুলিতে ওয়ার্কস্পেস ফিচার দেখা যাবে, যা ইউজারকে টিভিতে ডেক্স (DeX)-এর মাধ্যমে পিসি, ল্যাপটপ এবং মোবাইল ওয়্যারলেস বা তার ছাড়া অ্যাক্সেস করতে দেবে। আবার স্যামসাং টিভি প্লাস (Samsung TV Plus)-এর কারণে ২০০+ চ্যানেল এবং হাজার হাজার সিনেমা ও শো এগুলিতে আরামসে দেখা যাবে। পাশাপাশি থাকবে অটো লো লেটেন্সি মোড (ALM), যা ইনপুট ল্যাগ কমাবে এবং স্বচ্ছন্দে গেম খেলতে দেবে। এছাড়াও এই নতুন টিভি রেঞ্জে ৩-সাইড বেজেললেস ডিজাইন, ৪কে (4K) আপস্কেলিং, গুগল মিট (Google Meet) সাপোর্ট, মোশন অ্যাক্সিলারেটর ইত্যাদি ফিচার পরিলক্ষিত হবে।

Samsung Crystal Vision 4K TV-র প্রি-বুকিং এবং অফার

স্যামসাংয়ের নতুন স্মার্টটিভিগুলি ফ্লিপকার্ট (Flipkart)-এ বিক্রি হবে। এখন প্রি-বুক করতে দিতে হবে ৫০০ টাকা। আর আগেভাগে রিজার্ভেশন করে রাখলে ৪৩ ইঞ্চি টিভিতে ১,০০০ টাকা, ৫৫ ইঞ্চি টিভিতে ২,০০০ টাকা এবং ৬৫ ইঞ্চি টিভিতে ৩,০০০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এরই সাথে ফ্রি মিলবে ৮,৯০০ মূল্যের স্যামসাং ওয়েবক্যাম। এই প্রি-রিজার্ভেশন অফার ৩১শে আগস্ট, ২০২৩ পর্যন্ত বৈধ হবে।