BMW CE 04: প্রযুক্তি ও কারিগরিতে চমকে দেবে এই ইলেকট্রিক স্কুটার, ফ্যাক্টরিতে শুরু হল উৎপাদন

গত বছর BMW Definition  ইলেকট্রিক স্কুটার কনসেপ্ট প্রকাশ্যে আসতেই হৈচে পড়ে গিয়েছিল বিশ্বজুড়ে৷ আর গত জুলাইয়ে সেই বিদ্যুৎচালিত কনসেপ্ট স্কুটারের বাস্তব রূপ CE 04 আত্মপ্রকাশ করেছিল৷ এখন বিএমডব্লিউ তাদের CE 04 ইলেকট্রিক স্কুটারের উৎপাদন আরম্ভ করেছে৷ জার্মানির স্বনামধন্য গাড়ি প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে এ কথা জানানো হয়েছে৷

বিএমডব্লিউ সিই ০৪ ডিজাইন
(BMW CE 04 Design )

এক ঝলকে BMW CE 04 দেখলে মনে হবে, যেন কল্পবিজ্ঞানের সিনেমায় দেখা যানবাহন থেকে এই ইলেকট্রিক স্কুটার অনুপ্রেরণা পেয়েছে৷ ডিজাইন খুব ইউনিক ও ফিউচারিস্টিক৷ রাস্তায় নিয়ে বেরোলে পথচারীরা তাকাতে বাধ্য৷ এরকম স্টাইলিশ ব্যাটারিচালিত স্কুটার আগে কখনও দেখা যায়নি৷

বিএমডব্লিউ সিই ০৪ পারফরম্যান্স
(BMW CE 04 Performance)

বিএমডব্লিউ সিই ০৪ এর ইলেকট্রিক মোটরের ক্ষমতা ৪১ বিএইচপি। ০ থেকে ৫০ কিলোমিটার/ঘন্টা গতিবেগে পৌঁছতে তুলতে ৩ সেকেন্ডের কম লাগে৷ সর্বোচ্চ গতিসীমা ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা৷ বিএমডব্লিউ সিই ০৪, ৮.৯ কিলোওয়াট লিথিয়াম-আয়ন ব্যাটারি সহযোগে এসেছে৷ হামেশাই ১৩০ কিলোমিটার পর্যন্ত চার্জ অবশিষ্ট থাকবে এই ই-স্কুটার৷ ব্যাটারিতে ফাস্ট চার্জিংয়ের অপশন দেওয়া হয়েছে। এর ফলে ৬৫ মিনিটের মধ্যে ব্যাটারি ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে।

বিএমডব্লিউ সিই ০৪ ফিচার্স
(BMW CE 04 Features)

বিএমডব্লিউর হাই-এন্ড মোটরসাইকেলগুলির মতো প্রিমিয়াম ফিচার পেয়েছে এই ইলেকট্রিক স্কুটার৷ ফুল-এলইডি লাইটিং এবং স্মার্টফোন কানেক্টিভিটি ও নেভিগেশন সিস্টেম সহ ১০.২৫ ইঞ্চি টিএফটি কালার স্ক্রিন রয়েছে BMW CE 04 ই-স্কুটারে। এতে তিনটি রাইডিং মোড পাওয়া যাবে – ইকো, রেন, ও রোড এবং অপশনাল হিসেবে রয়েছে ডাইনামিক মোড। স্কুটারটি অটোমেটিক স্টেবিলিটি কন্ট্রোল ও ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের সাথে এসেছে। ডাইনামিক ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটি অপশনাল৷

বিএমডব্লিউ সিই-০৪ দাম, লভ্যতা
(BMW CE 04 Price, Availability)

২০২২-এর জানুয়ারি মাসের মধ্যে বিএমডব্লিউ সিই ০৪ আর্ন্তজাতিক বাজারে পা রাখবে বলে আশা  করা যায়৷ ই-স্কুটারটির বেস মডেলের দাম শুরু হতে পারে ১১,৭৯৫ ডলার থেকে, টাকার অঙ্কে যা প্রায় ৮,৭৭,৪৭৭৷ অর্থাৎ সংস্থার বিলাসবহুল গাড়ির মতো এটিও সাধারণের ধরাছোঁয়ার বাইরে৷ বিএমডব্লিউ সিই ০৪ ভারতীয় বাজারে উপলব্ধ হবে কিনা, তা জানা যায়নি৷