দীপাবলিতে বাড়িই হবে পার্টি জোন! লঞ্চ হল নতুন Neckband ও Soundbar, দাম 4000 টাকার কম

সামনেই দীপাবলি – আলোর উৎসব। পশ্চিমবঙ্গসহ গোটা দেশই এই সময় ছুটি এবং খুশির আমেজে মেতে উঠবে। নানারকমের আলোয় চারদিক সাজানোর পাশাপাশি প্রায় সকলেই ছোটোখাটো পার্টি, সেলিব্রেশন ইত্যাদির আয়োজন করবেন। সেক্ষেত্রে আপনি যদি এই দীপাবলিতে নতুন ব্লুটুথ অডিও প্রোডাক্ট কিনে উৎসবের দিনগুলিতে নিজের প্রিয় সব গান শুনে সময় কাটাতে চান তাহলে U&i কোম্পানির নতুন কিছু প্রোডাক্ট আপনার দারুণ কাজে আসবে। সম্প্রতি এই ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি তার অডিও প্রোডাক্ট সিরিজে তিনটি নতুন ব্লুটুথ ডিভাইস যুক্ত করেছে। এক্ষেত্রে U&i, Trans 2.0 সিরিজ এবং Vengo সিরিজের অধীনে দুটি ওয়্যারলেস নেকব্যান্ড লঞ্চ করেছে যা হ্যান্ডস-ফ্রি কলের পাশাপাশি গান শোনার আলাদা অনুভূতি দেবে। এছাড়া তারা Jungle সিরিজের নামে একটি ডেস্কটপ স্পিকার কাম পোর্টেবল সাউন্ডবারও চালু করেছে যা যেকোনো স্থানকে পার্টি জোনে পরিণত করবে। আসুন এখন U&i-এর তিন-তিনটি নতুন প্রোডাক্ট সম্পর্কে বিশদ জেনে নিই।

দীপাবলিতে লঞ্চ হল এই তিনটি অডিও প্রোডাক্ট

১. U&i Trans 2.0 Series – Wireless Neckband: আপনি যদি এখন দুর্দান্ত ব্যাটারি লাইফসহ ব্লুটুথ ইয়ারফোন কিনতে চান, তবে নতুন ইউ অ্যান্ড আই ট্রান্স ২.০ সিরিজ আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। এই ট্রেন্ডি নেকব্যান্ড-স্টাইলের ইয়ারফোনগুলিতে ৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা মোট ৪০০ ঘন্টা (১৬ দিনের বেশি সময়ের) স্ট্যান্ডবাই টাইম অফার করে। এর মধ্যে ৪০ ঘন্টা কল এবং মিউজিক প্লেব্যাক টাইমের ফিচার পাওয়া যাবে। আপনি এগুলি ইউএসবি টাইপ সি (USB Type-C) পোর্টের মাধ্যমে চার্জ করতে পারবেন। উল্লেখ্য, নেকব্যান্ডটি চারটি আকর্ষণীয় রঙে উপলব্ধ – কমলা, হলুদ, বেগুনি এবং কালো।

২. U&i Vengo Series – Wireless Neckband: এই নেকব্যান্ড-স্টাইলের ইয়ারফোনটিও দীর্ঘ স্ট্যান্ডবাই টাইম অফার করে। আপনি এতে ইউএসবি টাইপ সি পোর্টে চার্জিংয়ের সুবিধার সাথে ৫০০ ঘন্টা (২০ দিনের বেশি) পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম উপভোগ করতে পারবেন। সম্পূর্ণরূপে চার্জ হতে প্রোডাক্টটি মাত্র দুই ঘন্টা সময় নেবে, এর ব্যাটারি ক্যাপাসিটিও ৩০০ এমএএইচ। উল্লেখ্য, এই নেকব্যান্ডের ম্যাগনেটিং পেয়ারের সুবিধাও দেওয়া হয়েছে। আপনি এটি নীল এবং কালো রঙে কিনতে পারবেন।

৩. U&i Jungle Series – Soundbar: দীপাবলিতে নতুন জিনিস কিনে ঘর সাজানোর প্ল্যান থাকলে, গানের বিনোদনের জন্য এটি সেরা বিকল্প। এই মজাদার ডেস্কটপ স্পিকারটিতে ১৫টি আরজিবি (RGB) লাইট এবং ৬টি ভিন্ন লাইট মোড আছে। সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি ও এফএম রিসিভারের সুবিধা। এর ব্যাটারি ক্যাপাসিটি ১,৫০০ এমএএইচ।

নতুন U&i অডিও প্রোডাক্টগুলির দাম, লভ্যতা

U&i Trans 2.0 সিরিজ এবং Vengo সিরিজের নেকব্যান্ডের দাম রাখা হয়েছে যথাক্রমে ২,১৯৯ টাকা এবং ২,৭৯৯ টাকা। এক্ষেত্রে Jungle সিরিজের ডেস্কটপ স্পিকারটি ৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আর এই সমস্ত প্রোডাক্ট ভারত জুড়ে কোম্পানির আউটলেট এবং অন্যান্য নেতৃস্থানীয় রিটেল স্টোরে কেনার জন্য উপলব্ধ হবে।