Electric Scooter: রাস্তায় সবাই তাকাবে, এই ইলেকট্রিক স্কুটার কিনলে আপনার কাছে নায়করাও ফেল!

বিদেশের রাস্তায় অদ্ভুত ডিজাইনের টু-হুইলারের প্রায়শই দেখা মেলে। যা দেখে ভারতীয়দের মনেও এই জাতীয় মডেল চালানোর সাধ জাগে বৈকি! তাই এবার ভারতেও এমন ইলেকট্রিক মোপেড আনতে চলেছে বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad)। যার নাম – BMW CE 02। সম্প্রতি ভারতের রাস্তায় স্কুটারটির টেস্টিং চালাতে দেখা গিয়েছে। উল্লেখ্য, বিএমডব্লিউ ও টিভিএস (TVS)-এর যৌথভাবে তৈরি এই ই-স্কুটারটি বিদেশের বাজারে উন্মোচিত হয়েছে। টিভিএস-এর তামিলনাড়ুর হোসুরের কারখানায় উৎপাদন হয় এটি।

BMW CE 02 : ডিজাইন ও ফিচার্স

BMW CE 02 ইলেকট্রিক স্কুটারে উপস্থিত ডিআরএল এবং ইন্টিগ্রেটেড ইন্ডিকেটর সহ বর্গাকার এলইডি হেডল্যাম্প, উঁচু হ্যান্ডেলবার, স্প্লিট টাইপ গ্র্যাবরেল, একটি এলইডি টেলল্যাম্প, ইউএসবি চার্জিং স্পোর্ট, ৩.৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন এবং সিঙ্গেল পিস সিট। সুরক্ষাজনিত ফিচার হিসেবে দেওয়া হয়েছে – উভয় চাকায় ডিস ব্রেক, একটি সিঙ্গেল চ্যানেল এবিএস, অটোমেটিক স্টেবিলিটি কন্ট্রোল, রিজেনারেটিভ ব্রেকিং এবং রিভার্স গিয়ার।

Bmw ce 02 electric scooter spied testing
Photo Credit: RushLane

BMW CE 02 : ব্যাটারি প্যাক

বিএমডব্লিউ তাদের CE 02 দুই ভ্যারিয়েন্টে তৈরি করে – ১১ কিলোওয়াট ও ৪ কিলোওয়াট। দ্বিতীয় মডেলটির আউটপুট ৫ বিএইচপি। আবার এর স্ট্যান্ডার্ড ভার্সন থেকে পাওয়া যায় সর্বোচ্চ ১৫ বিএইচপি শক্তি। এদের সর্বোচ্চ গতিবেগ যথাক্রমে ৯৫ কিমি/ঘন্টা ও ৪৫ কিমি/ঘন্টা।

উভয় স্কুটারে ০.৯ কিলোওয়াট স্ট্যান্ডার্ড চার্জারের সাথে ১.৫ কিলোওয়াট ফাস্ট চার্জার বিকল্প হিসেবে বেছে নেওয়া যাবে। ফাস্ট চার্জার দ্বারা ১১ ও ৪ কিলোওয়াট মডেল দুটি সম্পূর্ণ চার্জ হতে যথাক্রমে ৩ ঘন্টা ৩০ মিনিট ও ৩ ঘন্টা ২০ মিনিট সময় নেবে। এদের দৈহিক ওজন যথাক্রমে ১৩২ কেজি ও ১১৯ কেজি। ১১ কিলোওয়াট মডেলটি ফুল চার্জে ৯০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে।

BMW CE 02 : হার্ডওয়্যার

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে BMW CE 02-এর সামনে ও পেছনে যথাক্রমে উপস্থিত ২২০ কিমি ও ২৪৯ মিমি ডিস্ক ব্রেক। এতে ইউএসডি ফ্রন্ট ফর্ক ও এডজাস্টেবল রিয়ার শক ব্যবহার করা হয়েছে। ১৪ ইঞ্চি হুইলের সাথে সামনে ১২০/৮০ ও পেছনে ১৫০/৭০ সেকশন টায়ার ছোটে স্কুটারটি।

BMW CE 02 : ভারতে লঞ্চ কবে

ভারতের বাজারে উপলব্ধ অন্যান্য ইলেকট্রিক স্কুটারের চাইতে BMW CE 02-এর দাম যে বেশি হবে তা নিশ্চিতভাবেই বলা যায়। বিশ্ববাজারে এটি ৭,৫৯৯ ডলারে বিক্রি হয়। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬.২৮ লক্ষ টাকা। তাই ভারতের বাজারে যদি স্কুটারটি লঞ্চ হয় সেক্ষেত্রে এর দাম TVS X-এর মূল্যের (২.৫০ লাখ) কাছাকাছি রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। শীঘ্রই এদেশে লঞ্চ করবে স্কুটারটি।