Reliance Jio, Vi, Airtel গ্রাহক? এই সুবিধা পেতে চাইলে গুনতে হবে বেশি অর্থ

অনলাইন শপিং মাধ্যম হিসেবে ভারতীয় গ্রাহকরা Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-কে যতটা ভরসা করেন, ঠিক ততটাই জনপ্রিয় ই-কমার্স জায়ান্টের বিশেষ মেম্বারশিপ প্ল্যান, Amazon Prime। কারণ এর মেম্বারশিপ নিলে ইউজারদের যেকোনো দামের প্রোডাক্ট ফ্রি ডেলিভারি (নো মিনিমাম অর্ডার ভ্যালু), সেলের আর্লি অ্যাক্সেস, এক্সক্লুসিভ ডিল সহ ভিডিও দেখার (Amazon Prime Video) সুবিধা মেলে। এর জন্য মাসিক বা বার্ষিক প্ল্যান বাবদ নির্দিষ্ট চার্জ দিলেই চলে। তবে এই মুহূর্তে যদি আপনি নতুন করে Amazon Prime মেম্বারশিপ নেওয়ার ভাবনাচিন্তা করে থাকেন, তাহলে দেরি না করে অবিলম্বে আপনার এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা উচিত! আসলে সম্প্রতি Amazon ঘোষণা করেছে যে, কিছুদিন পর থেকেই Prime মেম্বারশিপ নেওয়ার জন্য বেশি অর্থ ব্যয় করতে হবে। ফলে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি প্রদত্ত ফ্রি সাবস্ক্রিপশনের বিষয়টির ওপরেও প্রভাব পড়বে।

Amazon Prime মেম্বারশিপের জন্য টেলিকম কোম্পানিগুলির গ্রাহকদের মেটাতে হবে বেশি অর্থ

অ্যামাজন তাদের কিউএনএ (QNA) পেজে উল্লেখ করেছে যে, সংস্থার প্রাইম মেম্বারশিপের খরচ বাড়ার পর, মোবাইল অপারেটররাও তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম খানিকটা বাড়াবে। অর্থাৎ Jio (জিও), Vi (ভোডাফোন আইডিয়া), Airtel (এয়ারটেল)-এর যেসব প্ল্যানে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পাওয়া যেত, সেগুলি মূল্যবৃদ্ধির শিকার হবে।

Amazon তার সাবস্ক্রিপশন ফি কত বাড়িয়েছে?

অ্যামাজন প্রাইমের মাসিক মেম্বারশিপ প্ল্যানের দাম ১২৯ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে। যেখানে ত্রৈমাসিক মেম্বারশিপ প্ল্যানের দাম ৩২৯ টাকা থেকে বাড়িয়ে ৪৫৯ টাকা ধার্য করা হয়েছে। একইভাবে বার্ষিক মেম্বারশিপ প্ল্যানের দাম একলাফে বেড়ে হয়েছে ১,৪৯৯ টাকা, যা আগে ৯৯৯ টাকায় পাওয়া যেত। উল্লেখ্য, বিদ্যমান প্রাইম সাবস্ক্রিপশনের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না।

Jio, Airtel, Vi-এর এই প্ল্যানগুলিতে মেলে Amazon Prime মেম্বারশিপ

দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর জিও তার ৩৯৯ টাকার, ৫৯৯ টাকার, ৭৯৯ টাকার, ৯৯৯ টাকার এবং ১,৪৯৯ টাকার পোস্টপেইড প্লাস প্ল্যানের সাথে অ্যামাজন প্রাইমের অ্যাক্সেস প্রদান করে। তাছাড়া জিওর ৯৯৯ টাকার, ১,৪৯৯ টাকার, ২,৪৯৯ টাকার, ৩,৯৯৯ টাকার এবং ৮,৪৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান ব্যবহারকারীরা এই সাবস্ক্রিপশন পেয়ে থাকেন।

অন্যদিকে এয়ারটেল ১৩১ টাকা এবং ৩৪৯ টাকার প্রিপেইড প্ল্যানের সাথে বিনামূল্যে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন অফার করে। আবার ৪৯৯ টাকার, ৯৯৯ টাকার এবং ১,৫৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানগুলিতেও একই অ্যাক্সেস মেলে।

একইভাবে ভোডাফোন আইডিয়া তাদের পার্সোনাল এবং ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানের মাধ্যমে অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন অফার করে, যাদের দাম ৪৯৯ টাকা, ৬৯৯ টাকা, ১,০৯৯ টাকা এবং ৬৪৯ টাকা, ৭৯৯ টাকা, ৯৯৯ টাকা এবং ১,৩৪৮ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন