স্বামী বা স্ত্রীর উপর গোপনে নজর রাখা অ্যাপ বা প্রোডাক্টের বিজ্ঞাপন বাতিল করলো গুগল

আপনারা নিশ্চই গুগলে এমন কিছু বিজ্ঞাপন দেখে থাকবেন, যাতে লেখা এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার স্বামীর উপরে নজরদারি চালাতে পারবেন। এছাড়া এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার স্ত্রীর চালচলন ট্র্যাক করতে পারবেন। এবার এই সমস্ত বিজ্ঞাপনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিন Google।

গুগল সম্প্রতি তার একটি আপডেটের মাধ্যমে জানিয়েছে যে, এবার থেকে কোম্পানি এমন কোনো অ্যাপ্লিকেশন অথবা বিজ্ঞাপন সাপোর্ট করবে না যেখানে কারো অনুমতি ছাড়া তার ওপর নজরদারি চালানোর কথা বলা হচ্ছে। গুগলের এই নতুন নির্দেশিকা স্পাইওয়্যার এবং তাদের সহকারীদের সার্ভিলেন্স এর উপর নিয়ে আসা হয়েছে। Google এর তরফ থেকে জানানো হয়েছে, এই নতুন নির্দেশিকা কার্যকর হলে এই ধরনের টেকনোলজি ব্যান করা সম্ভব হবে।

টেক্সট মেসেজিং ফোন এবং ব্রাউজিং হিস্ট্রি মনিটর করা টুলগুলিকেও এই ক্যাটেগরিতে নিয়ে আসা হবে। পাশাপাশি সার্চ ইঞ্জিন কোম্পানি জানিয়েছে, যে সমস্ত জিপিএস ট্র্যাকার, লোকের অনুমতি ছাড়া তাদের মার্কেটিং এবং ট্র্যাকিং করতে পারে তাদের অ্যাডভার্টাইজমেন্ট গুগল দেখাবে না এরপর থেকে। এদের মধ্যে রয়েছে অডিও রেকর্ড, ক্যামেরা, ড্যাশ ক্যাম, এবং স্পাই ক্যামেরা। এছাড়াও আরো অনেকগুলি টেকনোলজি এই তালিকায় যুক্ত।

আগামী ১১ আগস্ট থেকে এই নতুন পলিসি লাগু হবে। তবে, যেগুলি অভিভাবকরা তাদের সন্তানদের ওপর নজরদারি করার ক্ষেত্রে ব্যবহার করেন সেই সমস্ত প্রাইভেট ইনভেস্টিগেশন সার্ভিস গুলিকে এক্ষুনি বাতিল করা হবে না। বিগত ২০১৮ সালে করা একটি স্টাডি অনুযায়ী, এই নতুন আপডেট নিয়ে আসা হয়েছে।