2021-কে হাসিমুখে বিদায়, ডিসেম্বরে এই সংস্থা 10 হাজারের বেশি ইলেকট্রিক যানবাহন বেচল ভারতে

নতুন বছরের শুরুতে ব্যবসায় সমৃদ্ধির খবর প্রকাশ্যে নিয়ে এল ভারতীয় অটোমোবাইল স্টার্টআপ Greaves Electric Mobility। গত বছর ডিসেম্বরে ১০,০০০ ইউনিট ইলেকট্রিক ভেহিকেল বিক্রি করেছে বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি তিন চাকার বৈদ্যুতিক যানবাহনের বিক্রিতে ১০১ শতাংশ বিকাশ হয়েছে তাদের। এর ফলে সংস্থার Ampere ব্র্যান্ডটির ২০২০-র ডিসেম্বরের তুলনায় গত বছরে আয় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে ২০২১-এর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ই-রিকশা নির্মাণকারী সংস্থা ELE কিনে নিয়েছে গ্রীভস ইলেকট্রিক৷ এছাড়াও অপর একটি ইলেকট্রিক থ্রি-হুইলার কোম্পানি MLR Auto (Teja brand)-এর ২৬% শেয়ার হাতে নিয়েছে তারা।

সম্প্রতি গ্রীভস ইলেকট্রিক (Greaves Electric) তামিলনাড়ুর রানিপেতে ৩৫ একর জমির উপর নিজেদের বৃহত্তম বৈদ্যুতিক যানবাহন উৎপাদন কেন্দ্রটি চালু করেছে। এর জন্যই বিক্রির সংখ্যা এত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। উৎপাদন কেন্দ্রটি তৈরীর জন্য মোট ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল সংস্থাটি। ভারতেয বৈদ্যুতিক যানবাহনের বাজারে নিজেদের আধিপত্য বিস্তারের প্রবল ইচ্ছা থেকেই এই লগ্নি বলে জানা যায়।

তামিলনাড়ুর উৎপাদন কেন্দ্রটি থেকে প্রতি বছর ১.২০ লাখ ইউনিট যানবাহনের উৎপাদন করবে কোম্পানিটি। যেখানে কর্মচারীদের ৭০% হলেন মহিলা৷ পাশাপাশি সংস্থাটি ভারতে সম্প্রতি Greeves Magus EX নামক বৈদ্যুতিক স্কুটার লঞ্চ হয়েছে। পেট্রোপণ্যের চড়া দামের পরিস্থিতিতে এটি গ্রাহকদের থেকে আশানুরূপ সাড়া পাচ্ছে।

Ampere Magus EX ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি, যা একবার চার্জে ১০০ কিমি রেঞ্জ পাওয়া যায়। এই প্রসঙ্গে গ্রীভস ইলেকট্রিক (Greaves Electric)-এর প্রধান পরিচালন আধিকারিক রয় কুরিয়ান (Roy Kurian) বলেছেন, “Ampere-এর হাত ধরে আমরা বৈদ্যুতিক দু’চাকার গাড়ি সেগমেন্টে যথেষ্ট সাফল্য অর্জন করেছি এবং ডিসেম্বরে বিক্রির পারফরম্যান্স ছিল সন্তোষজনক। সম্প্রতি লঞ্চ হওয়া আমাদের Magus EX ইতিমধ্যেই দেশের গ্রাহকদের ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা অর্জন করেছে।”