বিশ্বের প্রথম ৫০ মেগাপিক্সেল সনি সেন্সরের সাথে আজ লঞ্চ হবে Oppo Reno 5 Pro+ 5G

চীনে আজই লঞ্চ হবে Oppo Reno 5 সিরিজ। বলা হচ্ছে, এই সিরিজে Reno 5 5G এবং Reno 5 Pro 5G ছাড়াও Reno 5 Pro+ 5G নামে আরও একটি ফ্লাগশিপ ফোন থাকবে। বাকি দুটি ফোনের তথ্য একাধিকবার আমাদের সামনে এলেও, অপ্পো রেনো ৫ প্রো প্লাস ৫জি ফোনটি এক্ষেত্রে কিছুটা ব্যতীক্রমী ছিল। তবে লঞ্চের আগেই Reno 5 Pro+ 5G ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবার ফাঁস হয়ে গেল। সৌজন্যে প্রখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন। রেনো ৫ প্রো প্লাস ৫জি বিশ্বের প্রথম ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ সেন্সরের ফোন হবে বলে জানা গেছে।

Oppo Reno 5 Pro+ 5G ফোনের স্পেসিফিকেশন

ডিজিটাল চ্যাট স্টেশনের টুইট অনুযায়ী, এই ফোনে ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এর ডিসপ্লে রেজুলেশন হবে ১০৮০x২৪০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল এবং এটি কার্ভড এজ যুক্ত।

অপ্পো রেনো ৫ প্রো প্লাস ৫জি ফোনের পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ সেন্সর + ১৬ মেগাপিক্সেলের সুপার ওয়াইড ক্যামেরা + ১৩ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স + ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ফোনের সামনে থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Reno 5 Pro+ 5G ফোনে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর। পাওয়ারের জন্য থাকবে ৬৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট যুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির ডাইমেনশন ১৫৯.৯x৭২.৫x৭.৯৯ মিমি এবং ওজন ১৮৪ গ্রাম। সম্প্রতি একটি রিপোর্টে দাবী করা হয়েছিল, Reno 5 Pro+ 5G হবে প্রথম ম্যাস-প্রোডিউসড স্মার্টফোন যা ইলেকট্রোক্রোমিক গ্লাস প্যানেলের সাথে আসতে চলেছে। উল্লেখ্য, CES 2020 ইভেন্টে প্রদর্শিত হওয়া OnePlus Concept One ফোনে আমরা এই প্রযুক্তির ঝলক সর্বপ্রথম দেখেছিলাম।