বিশেষ আপডেটের সাথে আসছে 2021 TVS Apache RR 310

Avatar

Published on:

টিভিএস (TVS) বেশ চমকে দিয়েই Apache RR 310 প্রিমিয়াম মোটরসাইকেলের 2021 ভার্সনের সওয়ারি পরখ করার জন্য সংবাদমাধ্যমেকে আমন্ত্রণ জানানো শুরু করেছিল। অটোমোবাইল সাংবাদিকদের সাথে কোম্পানি একটি ফ্রেম শেয়ার করেছিল, যেখানে ক্যারিকেচারের পাশাপাশি বাইকটির একটি টিজার ছবি ছিল। তবে টিভিএসের কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ভার্গিস থমাস সম্প্রতি মেল করে জানিয়েছেন, ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা উত্তোরত্তর বৃদ্ধি পাওয়ার ফলে তাঁরা মিডিয়া রাইড ইভেন্টটি বাতিল করছেন। তবে আগামী কয়েকদিনের মধ্যে (৭-৯ এপ্রিল) TVS Apache RR 310 এর আপকামিং ভার্সনের ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি বাইকটি নতুন কি কি আপডেটের সাথে আসছে, তাও সূত্র মারফত সামনে এসেছে।

একদম প্রথম ও সবচেয়ে বড়ো পরিবর্তন পরিলক্ষিত হবে ২০২১ অ্যাপাচি আরআর ৩১০ বাইকের সাসপেনশন সেটআপে। নতুন মডেলটির সামনে ও পেছনে প্রি-লোড অ্যাডজাস্টাবিলিটি থাকবে। ফলে রাইডিং স্টাইলের ওপর নির্ভর করে এটি বাইকারকে সাসপেনশন টিউন করতে সাহায্য করবে। আবার দ্বিতীয় পরিবর্তনটি দেখা যাবে কর্নারিং এবিএস ফিচারের মাধ্যমে। যা কর্নারে আরও ভাল কন্ট্রোল দেবে। এখন আপনি যদি অ্যাপাচি আরআর ৩১০ এর প্রাইস পয়েন্টে আসা অন্যান্য বাইকগুলির প্রসঙ্গে আসেন, তাহলে দেখবেন কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেলে কর্নারিং এবিএস বৈশিষ্ট্যটি বর্তমান।

তৃতীয় পরিবর্তনটি বাইকের টায়ারে প্রত্যক্ষ করা যাবে। আমদানিকৃত টায়ারের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় টিভিএস কিছুটা বাধ্য হয়েই Michelin Road 5 টায়ারের পরিবর্তে নিজেস্ব Eurogrip ProTorq Extreme টায়ার ব্যবহার করবে৷ উল্লেখ্য, যেহেতু মিডিয়া রাইড ইভেন্টটি চেন্নাইয়ের মাদ্রাজ মোটর রেস ট্রাকে অনুষ্ঠিত হবে বলে ঠিক ছিল। তাই প্রথম থেকেই বোঝা যাচ্ছিল, নয়া পেইন্ট স্কিম বা চেহারাগত পরিবর্তন ছাড়াও ২০২১ অ্যাপাচি আরআর ৩১০ বাইকে আরও বিশেষ কিছু ফিচার সংযোজন হতে পারে।

টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ এর পাওয়ারট্রেনের কথায় আসলে, বাইকটির ৩১৩ মোটর ৩৪ পিএস শক্তি ও ২৭.৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। তবে অ্যাপাচি রেঞ্জের অপর দুই জনপ্রিয় বাইক অ্যাপাচি আরটিআর ২০০ ৪ভি ও আরটিআর ১৬০ ৪ভি এর ২০২১ মডেলের মতো অ্যাপাচি আরআর ৩১০ এর ইঞ্জিনের শক্তিবৃদ্ধি আশা করা যায়।

টিভিএসের সুপারস্পোর্টস বাইকটির বর্তমান দাম ২.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে নতুন আপডেটের সাথে 2021 TVS Apache RR 310 দাম অন্তত ৫-১০ হাজার টাকা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥