2022 KTM 390 Adventure: চড়াই-উতরাই পথ পেরোনোর সঙ্গী নতুন কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার উন্মোচিত হল

Avatar

Published on:

দুর্গম রাস্তা গন্তব্যে আর বাধা হয়ে দাঁড়াবে না, অ্যাডভেঞ্চার প্রেমী বাইকারদের জন্য কেটিএম সামনে আনল তাদের নতুন মডেল 2022 KTM 390 Adventure। বাইকটি আর্ন্তজাতিক বাজারে চলতি মাস থেকেই উপলব্ধ হলেও, ভারতে আনুষ্ঠানিক ভাবে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে বলে আশা করা যায়।

2022 KTM 390 Adventure-এ সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন হল কালার স্কিম। এতে অরেঞ্জ ও ব্লু রঙের মিশ্রণ রয়েছে। পাশাপাশি ট্যুরিই বাইকটি ভারতে KTM 250 Adventure এর অনুরূপে গ্রে এবং অরেঞ্জ কালার কম্বিনেশনে পাওয়া যাবে। 2022 KTM 390 Adventure বাইকে নতুন ফিচার হিসেবে অফ-রোড এবং স্ট্রিট ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি যোগ করা হয়েছে। কেটিএম দাবি করেছে, তারা বাইকটির অ্যালয় হুইলের গুণমান ও দৃঢতা বৃদ্ধি করেছে।

এছাড়া 2022 KTM 390 Adventure এর সাসপেনশন-সহ অন্যান্য হার্ডওয়্যার, ইঞ্জিন, সবকিছুই অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন আপডেটগুলির কথা বিবেচনা করে বলা যায়, বাইকটির সদ্য ঘোষিত নতুন মডেলের দাম সামান্য বাড়তে পারে। প্রসঙ্গত, KTM 390 Adventure এর পুরনো ভার্সনের দাম ভারতে ৩.২৮ লক্ষ টাকা (এক্স-শোরুমের মূল্য অনুযায়ী)।

সঙ্গে থাকুন ➥