চলে এল Android 12 এর ডেভেলপার আপডেট, আপনার ফোনে সাপোর্ট করবে কিনা দেখুন

Updated on:

Google কয়েকদিন আগেই ডেভেলপারদের জন্য অ্যান্ড্রয়েড ১২ (Android 12) এর ডেভেলপার প্রিভিউ রিলিজ করেছে। অ্যান্ড্রয়েড ১১ এর এই আপগ্রেড ভার্সন আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। এতে বিল্ট ইন গেমিং মোড, মেটেরিয়াল নেক্সট ডিজাইন, ওয়ান হ্যান্ডেড মোড এর মত নতুন ফিচার যুক্ত হবে। এছাড়াও উন্নত হবে প্রাইভেসি ফিচারও। বলার অপেক্ষা রাখেনা, আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন, নিশ্চই এই নতুন অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করার জন্য মুখিয়ে আছেন। সেক্ষেত্রে আপনি যদি নিন্মে উল্লেখিত ফোনগুলির কোনো একটি ব্যবহার করেন, তাহলে Android 12 এর ডেভেলপার আপডেট ডাউনলোড করতে পারেন।

কোন কোন ফোনে ডাউনলোড করা যাবে Android 12 এর ডেভেলপার আপডেট

গুগল তাদের ডেভেলপার আপডেট আপাতত পিক্সেল ডিভাইসের জন্য রোল আউট করেছে। আপনি যদি Pixel 3, Pixel 3 XL, Pixel 3a, Pixel 3a XL, Pixel 4, Pixel 4 XL, Pixel 4a, Pixel 4a 5G, Pixel 5 ফোনগুলির কোনো একটি ব্যবহার করেন তাহলে এখানে ক্লিক করে নতুন আপডেট ডাউনলোড করতে পারেন।

তবে মনে রাখবেন এটা কেবল ডেভেলপার আপডেট। ফলে এই আপডেটে অনেক বাগ থাকার সম্ভাবনা আছে। গুগল এই সমস্ত সমস্যাগুলি ঠিক করেই সেপ্টেম্বরে এর স্টেবল আপডেট রিলিজ করবে। তাই আপনি যদি কোনো ঝুঁকি না নিতে চান তাহলে সেইসময় এই আপডেট ডাউনলোড করা বুদ্ধিমানের কাজ হবে।

Pixel ডিভাইস ছাড়া আর কোন কোন ফোনে আসবে Android 12 আপডেট

আপনি যদি গুগল পিক্সেল ডিভাইস না ব্যবহার করেন তাহলে হতাশ হবেন না। অন্যান্য স্মার্টফোন কোম্পানিদের ফোনেও অ্যান্ড্রয়েড ১২ আপডেট আসবে। আসুন দেখে নেই এই ফোনগুলির মডেল নম্বর (ইতিমধ্যেই লঞ্চ/আপকামিং)।

Xiaomi Mi ও Redmi

Mi 10, Mi 10 Pro, Mi 10T, Mi 11, Mi 11 Pro, Mi 11 Lite, Redmi K40, Redmi K40 Pro, Poco F2, Redmi K30 Pro, Redmi K30 ।

Realme

Realme 8, Realme 8 Pro, Realme X9, Realme X9 Pro, Realme Race, Realme Race Pro, Realme X7, Realme X7 Pro, Realme 7 , Realme 7 Pro, Realme X3, Realme X3 SuperZoom ।

Samsung

Samsung Galaxy S21 5G, Samsung Galaxy S21+ 5G, Samsung Galaxy S21 Ultra 5G, Samsung Galaxy S20, Samsung Galaxy S20 5G, Samsung Galaxy S20+, Samsung Galaxy S20+ 5G, Samsung Galaxy S20 Ultra, Samsung Galaxy Note 20, Samsung Galaxy Note 20 5G, Samsung Galaxy Note 20 Ultra, Samsung Galaxy Note 20 Ultra 5G, Samsung Galaxy M31 Prime, Samsung Galaxy F41, Samsung Galaxy Z Fold 2 5G, Samsung Galaxy Tab Active 3, Samsung Galaxy Tab A7 10.4 2020, Samsung Galaxy A42 5G ।

OnePlus

OnePlus 7, OnePlus 7 Pro, OnePlus 8, OnePlus 8 Pro, OnePlus Nord, OnePlus 8T, OnePlus 9, OnePlus 9 Pro

Motorola

Moto G Stylus 2021, Motorola One 5G Ace, Motorola Moto G9 Plus, Motorola Moto G Power 2021, Moto G9 Power, Moto G 5G Plus, Motorola Edge+, Motorola Edge, Motorola One Fusion+

Nokia

Nokia 5.4, Nokia 3.4, Nokia 2.4, Nokia 5.3, Nokia 7.2, Nokia 6.2, Nokia 4.2, Nokia C3, Nokia 8V 5G UW, Nokia 2V Tella, Nokia C1 Plus.

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥