ফাঁস হল iPhone 12 এর দাম, অবিশ্বাস্য হলেও আসছে এত কমে

Avatar

Published on:

কয়েকদিন আগেই জানিয়েছিলাম অ্যাপল তাদের নতুন ফ্ল্যাগশিপ iPhone 12 এর উপর কাজ শুরু করেছে। এই ফোনে কোম্পানি তাদের এবছরের নতুন প্রসেসর A14 bionic ব্যবহার করবে। এছাড়াও আইফোন ১২ সিরিজ হবে কোম্পানি প্রথম 5G স্মার্টফোন সিরিজ। কিন্তু এত গেল ফিচারের কথা। এবার iPhone 12 এর দাম ফাঁস হল। অ্যাপলের এই সিরিজের ৪টি ফোনের দামই সামনে এসেছে।

রিপোর্ট অনুযায়ী, OLED ডিসপ্লের সাথে আইফোন ১২ এর দাম শুরু হবে ৬৪৯ ডলার থেকে। এটি প্রথম যখন OLED ডিসপ্লে থাকা সত্ত্বেও কোনো আইফোনের দাম ৯০০ ডলারের কম। আসলে প্রতিযোগিতার কথা মাথায় রেখেই কোম্পানির এই সিদ্ধান্ত বলে মনে হচ্ছে। গতকাল একজন টুইটার ব্যবহারকারী আইফোন ১২ সিরিজের এই দাম জানায়।

জন প্রসার এর টুইট অনুযায়ী, iPhone 12 Mini, iPhone 12, iPhone 12 Pro ও iPhone 12 Pro Max ফোনগুলিতে যথাক্রমে ৫.৪ ইঞ্চি, ৬.১ ইঞ্চি, ৬.১ ইঞ্চি ও ৬.৭ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই চারটি ফোনের দাম হবে যথাক্রমে ৬৪৯ ডলার (প্রায় ৪৮,৯৮০ টাকা), ৭৪৯ ডলার ( প্রায় ৫৬,৪৮০ টাকা), ৯৯৯ ডলার (প্রায় ৭৫,৩৪৮ টাকা), ১,০৯৯ ডলার ( প্রায় ৮২,৮৭৫ টাকা)।

এই সিরিজের দুটি ফোনে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা। আবার অন্যদুটি ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এতে OLED স্ক্রিন থাকবে। কিছুদিন আগে জোনাস ডাইহানার্ত নামে একজন ফোন ডিজাইনার আইফোন ১২ এর রেন্ডার ইমেজ সামনে এনেছিল। যেখানে ফোনটির ডিজাইন দেখে iPhone 5 এর কথা মনে পড়ে যাবে। আইফোন ১২ সিরিজ সেপ্টেম্বর নাগাদ বাজারে আসবে।

সঙ্গে থাকুন ➥