BMW Motorrad-এর ব্যবসা ভারতে ফুলেফেঁপে উঠছে, মেড ইন ইন্ডিয়া বাইকের হাত ধরে ব্যাপক সাফল্য

Avatar

Published on:

BMW Motorrad ভারতে তাঁদের ৫,০০০ তম মোটরসাইকেলের ডেলিভারি দেওয়ার কৃতিত্ব উদযাপন করছে। গত বছরের তুলনায় চলতি বছরে ১০০% ব্যবসা বাড়িয়েছে জার্মান সংস্থাটি। করোনা অতিমারির প্রভাব কাটিয়েও BMW ভারতে ২০২১-এ তাদের সর্বাধিক টু-হুইলার বিক্রি করেছে৷

এখানে জানিয়ে রাখি, BMW-এর দু’চাকা গাড়ি বিক্রির ৯০% কৃতিত্ব ‘মেড ইন ইন্ডিয়া’ BMW G 310 R ও BMW G 310 GS মোটরসাইকেলের৷ এছাড়াও সংস্থার অন্যান্য জনপ্রিয় বাইকগুলির মধ্যে রয়েছে – BMW C 400 GT, R 1250 GS/ GSA, BMW R18 Classic, BMW S 1000 R ও BMW M 1000 RR।

বিএমডব্লিউ (BMW)-র ভারতীয় শাখার সভাপতি বিক্রম পাভা (Vikram Pawah) বলেছেন, “ভারতে BMW Motorrad-এর জন্য ২০২১ একটি অসাধারণ বছর। টু হুইলার শিল্পে জটিলতা সত্ত্বেও, আমরা ভালো পারফর্ম করেছি এবং ব্যবসার উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।”

বিএমডব্লিউ এ বছর তাদের একাধিক মডেল বাজারে নিয়ে আসার মধ্য দিয়ে ব্যবসার ছন্দ ধরে রেখেছে । এ বছর সংস্থাটি BMW C 400 GT, BMW R 1250 GS, BMW R 1250 GS Adventure, BMW R nine T, BMW R nine T Scrambler, BMW S 1000 R, all-new BMW M 1000 RR, BMW R18 Classic-এর মতো বাইক লঞ্চ করেছে। এই পারফরম্যান্স-কেন্দ্রিক মোটরসাইকেলগুলিতে রয়েছে ঠাসা ফিচার এবং সেরা রাইডিং ডায়নামিক্স।

BMW বলেছে, এ দেশে গ্রাহকদের পছন্দসই এবং ফ্লেক্সিবল ফিনান্সিয়াল সলিউশন দেওয়ার ফলে ভারতে ভালভাবে ব্যবসা জমাতে পেরেছে। এর ফলে বিক্রির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বাইকপ্রেমীদের কথা ভেবে আগামী দিনে সংস্থাটি ভারতে আরো বেশি সংখ্যক মোটরসাইকেল আনবে বলে জানিয়েছে।

সঙ্গে থাকুন ➥