স্মার্টওয়াচের দিন শেষ! boAt Smart Ring হাতে পড়লেই জেনে যাবেন স্বাস্থ্যের খুঁটিনাটি

Avatar

Published on:

Boat smart ring launched in india with many health features price specifications

নতুন ওয়্যারেবল সেগমেন্টে পদার্পণ করল দেশীয় সংস্থা boAt। সংস্থাটি আজ তাদের প্রথম স্মার্ট রিং লঞ্চ করেছে, যার নাম boAt Smart Ring। সেরামিক ডিজাইনের এই ওয়্যারেবলটি ইউজারের প্রতিদিনের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে সক্ষম। এতে পাওয়া যাবে একাধিক হেলথ সেন্সর। তাছাড়া এটিকে টাচের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Smart Ring -এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

boAt Smart Ring-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে boAt Smart Ring- এর দাম ধার্য করা হয়েছে ৮,৯৯৯ টাকা। এটি ৭, ৯ এবং ১১, এই তিনটি সাইজ অপশনে উপলব্ধ। আগামীকাল অর্থাৎ ২৮ আগস্ট ই-কমার্স সাইট অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাবে রিংটি।

boAt Smart Ring-এর স্পেসিফিকেশন ও ফিচার

ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য একাধিক উন্নতমানের ফিচারসহ এসেছে নতুন boAt Smart Ring। প্রিমিয়াম সেরামিক এবং মেটাল ডিজাইনের এই ওয়্যারেবেলটি যেকোনো ধরনের দৈনিক ক্রিয়াকলাপ ট্র্যাক করতে সক্ষম। শুধু তাই নয়, এটি ব্যবহারকারীর টাচ কন্ট্রোল সাপোর্ট করবে। তাছাড়া এতে রয়েছে সোয়াইপ নেভিগেশনের বিশেষ ক্ষমতা।

আবার সংস্থাটি দাবী করেছে, এই স্মার্ট রিং ব্যবহার করে মিউজিক প্লে এবং পজ করা, মিউজিক ট্র্যাক পরিবর্তন করা, এমনকি ফটো তোলা পর্যন্ত সম্ভব। এদিকে ব্যবহারকারীরা ডিভাইসটি বোট রিং অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। উপরন্তু ব্যবহারকারী এই অ্যাপে তাদের স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো খুঁটিনাটি তথ্য মজুত রাখতে পারবেন।

হেলথ ফিচার হিসেবে boAt Smart Ring-এ রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর ও বডি টেম্পারেচার মনিটর। আবার রিংটি ব্যবহারকারীর স্লিপ প্যাটার্ন এবং মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাক করতে সক্ষম। এখানেই শেষ নয়, ওয়্যারেবলটিতে থাকছে অ্যাক্সিস মোশন সেন্সর এবং জল প্রতিরোধী বিশেষ ডিজাইন।

সঙ্গে থাকুন ➥