২০ এমবিপিএস স্পিডে ১০০ জিবি ডেটা, BSNL আনলো নতুন ব্রডব্যান্ড প্ল্যান

Avatar

Published on:

আজই সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড ৯৪ টাকার ও ৯৫ টাকার দুটি প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল। এছাড়াও কোম্পানি একটি ব্রডব্যান্ড প্ল্যান ও এনেছে। এই প্ল্যানটির মূল্য ৪৯৯ টাকা। এই প্ল্যানে ২০ এমবিপিএস স্পিডে গ্রাহকরা ১০০ জিবি ডেটা পাবে। আপাতত কোম্পানি বেশ কয়েকটি সার্কেলে এই প্ল্যান নিয়ে এসেছে, যার মধ্যে কলকাতা সার্কেল উপলব্ধ। আসুন BSNL এর ব্রডব্যান্ড প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

BSNL ৪৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান :

বিএসএনএল এর এই প্ল্যানে মোট ১০০ জিবি ডেটা পাওয়া যাবে। এই ডেটা ২০ এমবিপিএস স্পিডে ব্যবহার করা যাবে। এরসাথে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুযোগ পাবেন। তবে গ্রাহকদের আইএসডি কলের জন্য ১.২০ টাকা প্রতি মিনিটে দিতে হবে। অন্যান্য সুবিধার কথা বললে এতে বিনামূল্যে ই-মেল আইডি, এক জিবি স্টোর স্পেস মিলবে।

BSNL ৯৪ টাকার ও ৯৫ টাকার প্ল্যান :

প্রথমেই বলে রাখি বিএসএনএল এর ৯৪ টাকার ও ৯৫ টাকার প্ল্যানের সুবিধা একই। কেবল ৯৪ টাকার প্ল্যানে প্রতি মিনিট হিসাবে কল চার্জ করা হবে। সেখানে প্রতি সেকেন্ড হিসাবে চার্জ করা হবে ৯৫ টাকার প্ল্যানে। দুটি প্ল্যানেই কোম্পানি ৩ জিবি ডেটা ও ১০০ ফ্রি মিনিট অফার করছে। এই প্ল্যানদুটির ভ্যালিডিটি ৯০ দিন।

ফ্রি মিনিটের সাহায্যে দিল্লী মুম্বাই সহ আপনি সমস্ত সার্কেলে লোকাল ও এসটিডি কল করতে পারবেন। আবার ৩ জিবি ডেটাও ৯০ দিন ধরে ব্যবহার করতে পারবেন। মোট ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে হবে ৪০ কেবিপিএস। আবার ১০০ মিনিটের পর ৯৪ টাকার প্ল্যানে লোকাল কলের জন্য প্রতি মিনিটে ১ টাকা চার্জ করা হবে। আবার এখানে এসটিডি কলের জন্য দিতে হবে প্রতি মিনিটে ১.৩ টাকা।

অন্যদিকে ৯৫ টাকার প্ল্যানে লোকাল কলের জন্য প্রতি সেকেন্ডে ০.০২ পয়সা এবং এসটিডি কলের জন্য ০.০২৪ পয়সা চার্জ করা হবে। দুটি প্ল্যানেই ৬০ দিনের জন্য ফ্রি কলার টিউন সুবিধা মিলবে। অর্থাৎ সাবস্ক্রিপশন ও গান বাছাই করার জন্য কোনো অর্থ দেওয়ার দরকার নেই।

সঙ্গে থাকুন ➥