EV Portal: বৈদ্যুতিক গাড়ি কতটা সাশ্রয়ী, সুবিধা কীরকম, খুঁটিনাটি জানাতে নতুন ওয়েবসাইট চালু করল দিল্লি সরকার

Avatar

Published on:

রাজধানী দিল্লিতে বায়ু দূষণের পরিমাণ যে দেশের মধ্যে সর্বাধিক তা সকলেরই জানা। যার জন্য বিশেষভাবে দায়ী রাজ্যের যানবাহন থেকে নির্গত কার্বনযুক্ত কালো ধোঁয়া। তাই এর থেকে নিস্তার পেতে ইতিমধ্যেই বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের বিষয়ে বিভিন্ন নির্দেশিকা জারি করেছে কেজরিওয়াল সরকার। এবার এই ধরনের যানবাহনের সমস্ত রকম আপডেট দিতে রাজ্যবাসীর জন্য একটি পোর্টাল লঞ্চ করল দিল্লি প্রশাসন। ইলেকট্রিক ভেহিকেল সংক্রান্ত যাবতীয় তথ্য একটি প্লাটফর্মের আওতায় নিয়ে আসতেই এই পদক্ষেপ।

এই পোর্টালটি থেকে রাজ্যের সমস্ত ইলেকট্রিক ভেহিকেলের বাজার দর, অফার এবং চার্জিং স্টেশন সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এর মাধ্যমে রাজ্যের বাসিন্দাদের বৈদ্যুতিক গাড়ি সম্পর্কে ওয়াকিবহাল করতে চাইছে দিল্লি সরকার। এই প্রসঙ্গে দিল্লির পরিবহণ মন্ত্রী কৈলাস গহলট (Kailash Gahlot) বলেছেন, “এই নতুন ওয়েবসাইটটি গ্রাহকদের সমস্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে, এছাড়াও এগুলির বিক্রয় এবং প্রতিদিনের ক্রমবর্ধমান চার্জিং পরিকাঠামোর নিত্যনতুন তথ্য সম্পর্কে মানুষকে জ্ঞাত করবে।”

এছাড়া টুইট বার্তায় পরিবহণ মন্ত্রী গহলট বলেছেন, “মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)-এর নেতৃত্বে ইলেকট্রিক ভেহিকেলের প্রচারের জন্য ওয়ান-স্টপ ওয়েবসাইট (ev.delhi.gov.in) লঞ্চের ঘোষণা করতে পেরে আমি ভীষণ আনন্দিত। এর ফলে ইলেকট্রিক ভেহিকেলের বিভিন্ন ভ্যারিয়েন্টের প্রসার ঘটবে, এবং সর্বোপরি বার্ষিক সাশ্রয় হবে।”

এই ওয়েবসাইটের মাধ্যমে চার্জিং স্টেশনের অবস্থান এবং তার বিভিন্ন খুঁটিনাটি প্রসঙ্গে জানা যাবে। এখন দিল্লির ১৭০টি জায়গায় মোট ৩৭৭টি চার্জিং পয়েন্ট রয়েছে এবং সময়ের সাথে এই সংখ্যাটি বেড়েই চলেছে। অন্যদিকে এই ওয়েবসাইটে রাজ্যের গ্রাহকদের সংখ্যা সম্পর্কে মাসিক বিবৃতি পেশ করবে দিল্লি প্রশাসন।

সঙ্গে থাকুন ➥