১৬০ সিসি ইঞ্জিনের সাথে বাজারে এল Hero Xtreme 160R, জানুন দাম ও ফিচার

Avatar

Published on:

জনপ্রিয় কোম্পানি Hero ভারতে তাদের নতুন বাইক Hero Xtreme 160R লঞ্চ করে দিয়েছে। জানা গিয়েছে যে কোম্পানি এই বাইকটিকে ১৬০ সিসি ইঞ্জিন সেগমেন্টে লঞ্চ করেছে। এর আগে ভারতীয় মার্কেটে ১৬০ সিসির বাইক হিসেবে Bajaj Pulsar NS160 এবং TVS Apache RTR 160 4V ছিল। এই সমস্ত বাইকগুলির সাথে সরাসরি টক্কর দিতে চলেছে হিরোর এই নতুন বাইক Hero Xtreme 160R। আসুন এই বাইকের দাম ও ফিচার জেনে নিই।

দাম :

হিরো এক্সট্রিমের ১৬০আর এর সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্টের দাম ৯৯ হাজার ৯৫০ টাকা এবং ডাবল ডিস্ক ভ্যারিয়েন্টের দাম ১.০৩ লাখ টাকা।

পাওয়ার :

Hero Xtreme 160R এ ১৬০ সিসির এয়ার কুইড ইঞ্জিন দেওয়া হয়েছে যা ১৫ বিপিএইচ পাওয়ার এবং ১৪ এনএম টর্ক জেনারেট করে।

ব্রেকিং :

ব্রেকিং এর দিক থেকে বলতে গেলে কোম্পানি Xtreme 160R বাইকটিকে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। উভয় ভ্যারিয়েন্টেই সামনে ২৭৬ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। তবে দুটি ভ্যারিয়েন্টের একটির পিছনের ব্রেকিং অপশন হিসেবে ২২০ মিমি ডিস্ক ব্রেক এবং অপর ভ্যারিয়েন্ট টিতে পিছনের ব্রেকিং অপশন হিসেবে ১৩০ মিমি ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

সাইজ :

Hero xtreme 160R বাইকটি ২০২৯ মিমি লম্বা, ৭৯৩ মিমি চওড়া, ১০৫২ মিমি উচ্চ। বাইকটিতে দেওয়া হয়েছে ১৩২৭ মিমি এর হুইলবেস।

ফিউল ট্যাঙ্ক :

তিনটি বাইকেই গ্রাহক ১২ লিটারের একটি ফিউল ট্যাঙ্ক পেয়ে যাবেন।

রঙের বিকল্প :

রঙের বিকল্পের দিক থেকে দেখলে এই তিনটি বাইকেরই তিনটি করে বিকল্প ভারতীয় বাজারে পাওয়া যায়। Xtreme 160R বাইকটির বিকল্পগুলি সিলভার বাইট, ভাইব্রেট ব্লু এবং স্পোর্টস রেড রঙে পাওয়া যায়।

সঙ্গে থাকুন ➥