১৫০ টাকার কমে Jio, Airtel, Vi-এর প্ল্যানগুলি দেখে নিন, রয়েছে ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা

Avatar

Published on:

বেশ কিছুদিন হয়ে গেলো Reliance Jio, Airtel, Vi -এর মতো দেশের বেসরকারি টেলিকম অপারেটর সংস্থাগুলি তাদের রিচার্জ ট্যারিফের দাম অনেকটাই বাড়িয়েছে। এক্ষেত্রে নতুন ট্যারিফগুলি যেমন মহার্ঘ হয়েছে, সেরকমভাবেই দাম বেড়েছে পুরোনো প্ল্যানগুলিরও। অনেক ক্ষেত্রে আবার দাম না বাড়ায় কমেছে প্ল্যানের সুবিধা। তবে এরপরও Jio, Airtel, Vi -এর মতো সংস্থাগুলি ১৫০ টাকার কাছাকাছি মূল্যে বেশ কিছু প্ল্যান অফার করছে, যেগুলি স্বল্প মেয়াদের পরিষেবা লাভের জন্য গ্রাহকেরা বেছে নিতে পারেন। এই প্রতিবেদনে আমরা সংস্থা তিনটির সাশ্রয়ী প্ল্যানগুলি সম্পর্কে বলবো।

১৫০ টাকার কম মূল্যে উপলব্ধ Airtel প্রিপেইড প্ল্যান

এই মুহূর্তে ১৫০ টাকার কম দামে কোনো আনলিমিটেড এয়ারটেল প্ল্যান উপলব্ধ নয়। তবে গ্রাহকেরা সংস্থার ১৫৫ টাকার প্রিপেইড প্ল্যান নির্বাচন করতে পারেন। স্বল্পমূল্যের এই প্ল্যান গ্রাহককে ২৪ দিনের মেয়াদে দৈনিক ১ জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা প্রদান করবে। এছাড়া প্ল্যানটি রিচার্জ করলে ৩০০ এসএমএস খরচ সহ ১ মাসের প্রাইম ভিডিও মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে মিলবে।

১৫৫ টাকার প্ল্যান ছাড়া এয়ারটেল গ্রাহকেরা সংস্থার ১৭৯ টাকার প্ল্যানও বেছে নিতে পারেন। ২৮ দিনের ভ্যালিডিটি সহ আগত উক্ত প্ল্যান প্রতিদিন ২ জিবি ডেটা খরচের ছাড় দেবে। এর বাকি সুবিধাগুলি ১৫৫ টাকার প্ল্যানের অনুরূপ।

১৫০ টাকার কম মূল্যে উপলব্ধ Jio প্রিপেইড প্ল্যান

এক্ষেত্রে জিও গ্রাহকরা ১১৯ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন। ১৪ দিনের ভ্যালিডিটি সহ আগত এই রিচার্জ বিকল্পটি দিনে ১.৫ জিবি ডেটা ব্যবহার, আনলিমিটেড ভয়েস কলিং ও সর্বমোট ৩০০টি এসএমএস প্রেরণের সুবিধা দেবে। এছাড়া এটি JioTV, JioCinema সহ অন্যান্য জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন প্রদান করবে।

আবার জিও ব্যবহারকারীরা ১৪৯ টাকার রিচার্জ বিকল্প নির্বাচন করতে পারেন। ২০ দিনের পরিষেবা মেয়াদে উপলব্ধ এই প্ল্যান দিনে ১ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের পাশাপাশি অফুরন্ত ভয়েস কল করার সুযোগ দেবে। এছাড়া এটি বিভিন্ন জিও অ্যাপ বেনিফিট সহ বিদ্যমান।

১৫০ টাকার কম মূল্যে উপলব্ধ Vi প্রিপেইড প্ল্যান

এক্ষেত্রে প্রথমেই ১২৯ টাকার রিচার্জ বিকল্পের কথা বলা চলে। এটি মাত্র ২০০ এমবি (mb) ডেটা খরচের সুবিধা দেবে, যা একেবারেই সামান্য। তাছাড়া ১৮ দিনের ভ্যালিডিটির সঙ্গে উপলব্ধ প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ দিলেও, কোন এসএমএস বেনিফিট প্রদান করবেনা।

১৫০ টাকার কম মূল্যে উপলব্ধ পরবর্তী Vi প্ল্যান রিচার্জের জন্য ১৪৯ টাকা খরচ করতে হবে। এটি ২১ দিনের মেয়াদে দৈনিক ১ জিবি ডেটা প্রদান করবে। এছাড়া প্রায় সমমূল্যে উপলব্ধ ১৫৫ টাকার প্ল্যান বেছে নিলে ২৪ দিনের ভ্যালিডিটি সহ সমপরিমাণ ডেটা ও মোট ৩০০ এসএমএস খরচের সুবিধা পাওয়া যাবে। একইসাথে শেষোক্ত প্ল্যানে মিলবে আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ।

সঙ্গে থাকুন ➥