Mercedes-AMG A 45 S 4MATIC+: লঞ্চ হল ভারতের সবচেয়ে পাওয়ারফুল লাক্সারি গাড়ি

Avatar

Published on:

আজ লঞ্চ হল ভারতের সর্বাধিক দ্রুততম হাচব্যাক গাড়ি Mercedes-AMG A45 S 4Matic+। এটা নিয়ে দেশে AMG সিরিজে সংস্থার গাড়ির সংখ্যা ১৩টি হল। কমপ্লিটলি বিল্ড-আপ ইউনিট হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে এটির। উচ্চমূল্যের বিলাসবহুল স্পোর্টি গাড়িটির ভারতে দাম প্রায় ৮০ লক্ষ টাকা। আসুন Mercedes-AMG A45 S 4Matic+ এর ফিচার, ইঞ্জিন ও দাম জেনে নেওয়া যাক।

Mercedes-AMG A45 S 4Matic+: ফিচার

মার্সিডিজ-এএমজি এ৪৫ এস ৪ম্যাটিক+ এ রয়েছে এএমজি স্পেসিফিক রেডিয়েটর গ্রিল, অ্যারোডায়নামিক বনেট, মাল্টি বিম এলইডি হেডলাইট, ওয়াইডার ফ্রন্ট উইঙ্গস ইত্যাদি। এছাড়াও ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে, ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৫৯০ ওয়াটের ১২টি স্পিকারের বারমেস্টার সাউন্ড সিস্টেম এবং অ্যামবিয়েন্ট লাইটিং দেওয়া হয়েছে।

সুরক্ষাজনিত ফিচারগুলির মধ্যে ব্লাইন্ড-স্পট অ্যাসিস্ট, লেন কিপ অ্যাসিস্ট, একাধিক এয়ার ব্যাগ এবং পার্কিং অ্যাসিস্ট উপস্থিত। এছাড়াও মোট ৬টি ড্রাইভিং মোডে বেছে নেওয়া যাবে গাড়িটি – স্লিপারী, কম্ফোর্ট, স্পোর্ট, স্পোর্ট+, ইন্ডিভিজুয়াল এবং রেস।

Mercedes-AMG A45 S 4Matic+: ইঞ্জিন

মার্সিডিজ-এএমজি এ৪৫ এস ৪ম্যাটিক+ এর ২.০ লিটার ফোর সিলিন্ডার টার্বো চার্জড ১৯৯১ সিসি-র বলশালী ইঞ্জিনটি থেকে ৬৭৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪২১ এইচপি বা ৩১০ কিলোওয়াট শক্তি এবং ৫০০০-৫২৫০ আরপিএম গতিতে সর্বাধিক ৫০০ এনএম টর্ক উৎপন্ন হবে। এমজি স্পিডশিফ্ট ডিসিটি ৮জি ডুয়েল প্লাস ট্রান্সমিশন যুক্ত গাড়িটিতে রয়েছে অল হুইল ড্রাইভ ফিচার।

এছাড়াও মাত্র ৩.৯ সেকেন্ডে গাড়িটির গতিবেগ ০-১০০ কিমি/ঘন্টায় পৌঁছাতে পারে। সাথে ২৭৮ কিমি/ঘন্টার সর্বোচ্চ গতিবেগের সাথে এসেছে এটি। বিশেষত্ব বলতে এর ইঞ্জিনটি পুরোদস্তুর হাতে অ্যাসেম্বেল করা হয়েছে।

Mercedes-AMG A45 S 4Matic+: দাম

Mercedes-AMG A45 S 4Matic+ এর দাম ৭৯.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম, সমগ্র ভারত)।

সঙ্গে থাকুন ➥