Ola S1 ইলেকট্রিক স্কুটারের ফাইনাল পেমেন্ট উইন্ডো কবে খুলবে? আজ দিনক্ষণ ঘোষণা হল

Avatar

Published on:

আরও একবার খুলছে Ola S1 ইলেকট্রিক স্কুটারের পেমেন্ট উইন্ডো৷ যারা ৪৯৯ টাকা দিয়ে বুকিং করেছিলেন এবং পরবর্তীতে ২০,০০০ টাকা জমা দিয়েছিলেন, তাঁদের জন্য সেকেন্ড স্লটে ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টার সময় ফাইনাল পেমেন্ট উইন্ডো খোলা হবে৷ ওলা’র স্মার্টফোন অ্যাপে গিয়ে বাকি টাকা মেটাতে পারবেন গ্রাহকেরা৷ আজ এ কথা টুইট মারফত জানিয়েছেন ওলা ইলেকট্রিক’র সিইও ভাবিশ আগরওয়াল (Bhavish Agarwal)৷

ভাবিশ টুইটারে লিখেছেন, স্কুটারের সমুদ্র অপেক্ষা করছে! যারা ২০,০০০ টাকা জমা করেছেন তাদের জন্য জানুয়ারির ২১ তারিখে সন্ধ্যা ৬টায় ফাইনাল পেমেন্ট উইন্ডো খোলা হবে৷ আমরা জানুয়ারি ও ফেব্রুয়ারি জুড়ে ডিসপ্যাচ করবো৷ একইসাথে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে ওলা’র কারখানায় থাকা সারি সারি S1 ই-স্কুটারের একটি ছোট ভিডিও শেয়ার করেছেন তিনি৷

উল্লেখ্য, গত বছরের অগস্টে S1 ও S1 Pro ইলেকট্রাক স্কুটার লঞ্চের মাধ্যমে বৈদ্যুতিক যানবাহনের জগতে প্রবেশ করেছিল ওলা৷ S1S1 Pro-র দাম রাখা হয়েছিল যথাক্রমে ৯৯,৯৯৯ টাকা ও ১,২৯,৯৯৯ টাকা৷ তবে সেমিকন্ডাক্টর চিপের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের অভাবে উৎপাদন করতে গিয়ে সমস্যায় পড়ে ওলা৷ যে কারণে ডেলিভারির সময় নভেম্বর তারপর পুনরায় ডিসেম্বরের মাঝামাঝি পিছিয়ে দেওয়া হয়৷

ইতিমধ্যেই ওলা’র ইলেকট্রিক স্কুটার সম্পর্কে ভুরিভুরি অভিযোগ আসছে গ্রাহকদের থেকে৷ তার সিংহভাগ বিল্ড কোয়ালিটি এবং ফিচার অনুপস্থিত থাকা নিয়ে৷ যদিও সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমস্ত ফিচার যোগ করার প্রতিশ্রুতি দিয়েছে ওলা৷ অন্য দিকে, স্কুটারের প্যানেলে সমস্যা থাকলে তা ওলা’র সার্ভিসিং টিম বাড়ির দোড়গোড়ায় পৌঁছে ঠিক করে দিচ্ছে৷

সঙ্গে থাকুন ➥