Oppo A53s 5G, Oppo A55 5G ব্যবহারকারীদের জন্য Android 12 নির্ভর ColorOS 12 আপডেটের অ্যাক্সেস এল

Avatar

Published on:

Oppo-এর Android 12 নির্ভর লেটেস্ট মোবাইল সফটওয়্যার ColorOS 12-এর স্টেবেল/বিটা আপডেট কোন কোন স্মার্টফোন পাবে, তা মার্চের প্রথমেই একটি তালিকা প্রকাশ করে ঘোষণা হয়েছিল। সেই সূচি অনুযায়ী, ওপ্পো তাদের দুই বাজেট স্মার্টফোনের জন্য বিটা টেস্টার নিয়োগ করতে শুরু করল। ডিভাইসগুলির নাম হল Oppo A53s 5G এবং Oppo A55 5G।

মজার বিষয় হল, ভারতে Oppo A53s 5G নামে পরিচিত হলেও সেই একই স্মার্টফোন চীনে Oppo A55 5G নামে এসেছে । এটি Android 11 বেসড ColorOS 11.1 কাস্টম সফটওয়্যারের সাথে লঞ্চ হয়েছিল। তবে এখন ব্যবহারকারীরা Android 12 নির্ভর ColorOS 12 এর এক্সপেরিয়েন্স নিতে আগ্রহী হলে বিটা প্রোগ্রামে যোগদান করতে পারবেন।

এর জন্য Oppo A53s 5G স্মার্টফোনের ভারতীয় ব্যবহারকারীদের A.08 অথবা A.09 ফার্মওয়্যার ভার্সনে থাকতে হবে। যদি থাকে তাহলে এই পদ্ধতিটি অনুসরণ করতে হবে। প্রথমে সেটিং > সফটওয়্যার আপডেট > গিয়ার আইকন > আপডেট বিটা ভার্সন এবং তারপর স্ক্রিনে ভেসে আসা নির্দেশগুলি দেখে ColorOS 12 বিটা প্রোগ্রামে নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ দিন আজ।

ভবিষ্যতে আরও ব্যাচ ধরে রোলআউট হবে কিনা, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। এতএব, সত্যি সত্যিই আগ্রহ জানলে যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্টার করে নেওয়ার পরামর্শ দেবো আমরা। নির্বাচিতরা ওভার দ্য ইয়ার আপডেটের মাধ্যমে বিটা সফটওয়্যার পাবেন। বিটা টেস্টিং চলাকালীন একের বেশি বিল্ড আপডেট আসতে পারে। তারপরে ভবিষ্যতে আসবে চূড়ান্ত স্টেবেল ভার্সন।

সঙ্গে থাকুন ➥