Oppo Reno 6 সিরিজ ২২ মে লঞ্চ হবে? থাকবে শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি

Avatar

Published on:

চীনে Oppo-র Reno 5 সিরিজের স্মার্টফোন লঞ্চ হওয়ার পর মাস চারেক সময় অতিক্রান্ত হয়েছে৷ এর মধ্যেই Reno 5-এর উত্তরসূরী Reno 6 সিরিজ চার্চায় উঠে এসেছে৷ ইতিমধ্যে জানা গিয়েছে, Oppo Reno 6 সিরিজের অধীনে Reno 6, Reno 6 Pro, ও Reno 6 Pro+ নামে তিনটি স্মার্টফোন লঞ্চ হতে পারে৷ যদিও এতদিন এই সিরিজের লঞ্চ ডেট নিয়ে কোনো তথ্য উঠে আসেনি। তবে নতুন একটি রিপোর্টে জানানো হয়েছে, চলতি মাসেই অপ্পো রেনো ৬ সিরিজের স্মার্টফোনের ঘোষণা হয়ে যেতে পারে৷

ithome-এর রিপোর্ট অনুসারে, অপ্পো আগামী ২২ মে ধুমধাম করে চীনে একটি ইভেন্টের আয়োজন করার পরিকল্পনা করছে৷ যেখানে সেলেব্রিটিদের উপস্থিতি চোখে পড়বে৷ জল্পনা বলছে, অনুষ্ঠানের আকর্ষণ দ্বিগুণ বৃদ্ধি করার জন্য অপ্পো ওই দিন রেনো ৬ সিরিজের ঘোষণা করতে পারে৷

প্রশ্ন আসতেই পারে, এরকম অনুমান আমরা কিসের ভিত্তিতে করছি? আসলে বছরের মাঝামাঝি সময়ে এরকম অনুষ্ঠানের আয়োজন করে অপ্পো আগেও স্মার্টফোন লঞ্চ করছে৷ যেমন- ২০১৮ সালে Oppo R15 এবং ২০১৯ সালে Reno সিরিজের ফাস্ট-জেনারেশন মডেল৷ সুতরাং এই মাসে Oppo Reno 6 লঞ্চ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

প্রথমেই বলেছি, Reno 6 সিরিজে Reno 6, Reno 6 Pro, ও Reno 6 Pro+ নামে তিনটি স্মার্টফোন থাকার কথা আমরা প্রত্যাশা করছি৷ এদিকে এক টিপস্টার দাবি করছেন যে, অপ্পো রেনো ৬ স্মার্টফোনটি ডাইমেনসিটি ১২০০ চিপসেট ও ৯০ হার্টজ ডিসপ্লে সহ আসবে৷ অপ্পো রেনো ৬ প্রো মডেলের ডিসপ্লেতেও একই রিফ্রেশ রেট থাকবে। কিন্তু ফোনটি স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেটে চলবে৷ আবার অপ্পো রেনো ৬ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ভ্যারিয়েন্ট রেনো ৬ প্রো + ১২০ হার্টজ ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সঙ্গে আসবে‌।

টিপস্টার এও বলেছেন, অপ্পো রেনো ৬ সিরিজ অধীনস্থ তিনটি স্মার্টফোনেই পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার প্রাইমারি ক্যামেরা হিসেবে ফোনগুলিতে সনি IMX789 সেন্সর দেখা যেতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥