Oppo আনছে ক্ল্যামশেল ডিজাইনের স্মার্টফোন, থাকবে LTPO ডিসপ্লে

Avatar

Published on:

ইতিমধ্যেই জানা গেছে অপ্পো (Oppo) আগামী ২২ মে ধুমধাম করে চিনে একটি ইভেন্টের আয়োজন করার পরিকল্পনা করছে৷ ওই দিন সেলিব্রিটিদের উপস্থিতিতে Oppo, Reno 6 সিরিজের স্মার্টফোন ঘোষণা করতে পারে। যদিও কোম্পানির তরফে এবিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি৷ তবে Reno 6 সিরিজ নিয়ে চর্চার মাঝেই অপ্পোর একটি চিত্তাকর্ষক প্রজেক্টের খবর সামনে এল৷ চিনের এক টিপস্টার জানিয়েছে যে, ফোল্ডেবল ডিসপ্লের সাথে অপ্পো তার প্রথম ক্ল্যামশেল (clamshell) ডিজাইনের স্মার্টফোনের ওপর কাজ করছে৷ এছাড়াও, টিপস্টার রহস্যময় ডিভাইসটির কিছু তথ্য শেয়ার করেছে৷

টিপস্টারের মতে, অপ্পোর ক্ল্যামশেল ফোন মহিলাদের কথা মাথায় রেখেই বাজারে আনা হবে৷ ফোল্ডেড অর্থাৎ ভাঁজ করা অবস্থায় এর স্ক্রিন হবে ২ ইঞ্চি৷ আবার আনফোল্ড বা ভাঁজ খুললে স্ক্রিন বেড়ে হবে ৭ ইঞ্চি৷

টিপস্টারের দাবি, অপ্পোর এই ডিভাইসে LTPO (Low-Temperature Polycrystalline Oxide) স্ক্রিন টেকনোলজি ব্যবহার করা হবে৷ ফলে ডিভাইসটিতে ডায়নামিক রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷ এছাড়া টিপস্টার ফোল্ডেবল ডিসপ্লের আপকামিং ক্ল্যামশেল ফোনটির স্পেসিফিকেশনের বিষয়ে আর কিছু জানায়নি৷

এদিকে Reno 6 সিরিজে Reno 6, Reno 6 Pro, ও Reno 6 Pro+ নামে তিনটি স্মার্টফোন থাকার কথা আমরা প্রত্যাশা করছি৷ জানা গেছে, অপ্পো রেনো ৬ স্মার্টফোনটি ডাইমেনসিটি ১২০০ চিপসেট ও ৯০ হার্টজ ডিসপ্লে সহ আসবে৷ অপ্পো রেনো ৬ প্রো মডেলের ডিসপ্লেতেও একই রিফ্রেশ রেট থাকবে। কিন্তু ফোনটি স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেটে চলবে৷ আবার অপ্পো রেনো ৬ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ভ্যারিয়েন্ট, রেনো ৬ প্রো + ১২০ হার্টজ ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সঙ্গে আসবে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥