Poco X3 ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, চলে এল Android 11 আপডেট

Avatar

Published on:

অবশেষে গত বছরের সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হওয়া Poco X3 ফোনে এল Android 11 আপডেট। Android 10 অপারেটিং সিস্টেম ভিত্তিক MIUI 12 কাস্টম রম-সহ আত্মপ্রকাশ করেছিল স্মার্টফোনটি। তাৎপর্যপূর্ণভাবে, Poco X3-এর জন্য MIUI 12.5-এর লেটেস্ট আপডেটের আগেই Android 11 রোলআউট করছে Xiaomi।

Poco X3 ফোন পাচ্ছে Android 11 আপডেট

এ দেশে পোকো এক্স৩ ফোনে অ্যান্ড্রয়েড ১১ আপডেটটি V12.0.2.0.RJGINXM বিল্ড নম্বরের সাথে আসছে। ব্যাচ ধরে এটি রিলিজ করা হচ্ছে। স্টেবেল বিটা ভার্সন হিসেবেই আপডেটটি রোলআউট করা হয়েছে। ফলে প্রত্যেক পোকো এক্স৩ ইউজারের কাছে আপডেটটি পৌঁছতে একটু সময় নেবে।

অ্যান্ড্রয়েড ১১ আপডেট ঢোকার ফলে আর কয়েকসপ্তাহের মধ্যে ফোনটি এমআইইউআই ১২.৫ কাস্টম রমের আপডেট পেয়ে যাবে বলে আশা করা যায়। এছাড়া ভবিষ্যতে পোকো এক্স৩ এমআইইউআই ১৩ ও অ্যান্ড্রয়েড ১২ সিস্টেম আপডেট পেতে পারে।

উল্লেখ্য, Poco X3 যখন লঞ্চ হয় তখন মিড-রেঞ্জ সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী ফোনগুলির মধ্যে অন্যতম ছিল। গত মার্চে এর আপগ্রেড ভার্সন হিসেবে লঞ্চ হয়েছে Poco X3 Pro। একটু দামি হলেও ফোনটি আরও উন্নত ফিচার পেয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥