বিশ্বের সবচেয়ে পাতলা ও হালকা পাওয়ার ব্যাঙ্ক বাজারে এল, একই সাথে দু’টো ফোন চার্জ হবে

Avatar

Updated on:

Promate ACME-PD20 power bank launched in india price specifications

গত মাসের প্রথমদিকে Promate সংস্থাটি ভারতে লঞ্চ করে একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এবার ব্র্যান্ডটি বাজারে আনলো তাদের নতুন পাওয়ার ব্যাঙ্ক, যার নাম Promate ACME-PD20। ক্রেডিট কার্ড সাইজের নতুন এই ডিভাইসটিতে রয়েছে ১০,০০০ এমএএইচ লি-ইয়ন ব্যাটারি ইউনিট এবং বিল্ট-ইন সেফটি সার্কিট। আবার একই সঙ্গে দুটি ডিভাইসে চার্জ দেওয়া যাবে এই পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক নতুন Promate ACME-PD20 পাওয়ার ব্যাঙ্কের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Promate ACME-PD20-এর দাম ও লভ্যতা

নতুন Promate ACME-PD20 পাওয়ার ব্যাঙ্কটির ভারতে দাম রাখা হয়েছে ৩,১৯৯ টাকা। এটি ব্ল্যাক ও ব্লু কালার অপশনে উপলব্ধ। এর সাথে ক্রেতারা পাবেন দু’ বছরের ওয়ারেন্টি। দেশের বিভিন্ন অফলাইন স্টোর ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে এই চার্জিং ডিভাইস।

Promate ACME-PD20-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Promate ACME-PD20 পাওয়ার ব্যাঙ্কটি হল একটি আল্ট্রা কম্প্যাক্ট পাওয়ার চার্জিং ডিভাইস, যার পরিমাপ ঠিক ক্রেডিট কার্ডের মত। আর এর ওজন মাত্র ৩৫ গ্রাম। তাছাড়া প্রিমিয়াম কোয়ালিটির তৈরি এই চার্জিং অ্যাক্সেসরিজটিতে থাকছে শক্তিশালী গ্রিপ। এছাড়া এর একধারে বাটন ও এলইডি ইন্ডিকেটর বর্তমান।

অন্যদিকে, পাওয়ার ব্যাঙ্কটিতে ব্যবহৃত হয়েছে ১০,০০০ এমএএইচ লি-ইয়ন ব্যাটারি। তাছাড়া শর্ট সার্কিট এবং ওভারহিটিং থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে থাকছে বিল্ট-ইন সেফটি সার্কিট। শুধু তাই নয়, এটি হাইভোল্টেজ, অতিরিক্ত কারেন্ট প্রভৃতি সমস্যার থেকে সুরক্ষিত থাকবে। আর ডিভাইসটিতে ইউএসবি-এ এবং ইউএসবি-সি পোর্ট উপলব্ধ। এর মধ্যে ইউএসবি-এ পোর্ট ১৮ ওয়াট এবং ইউএসবি-সি পোর্ট ২২.৫ ওয়াট পাওয়ার সরবরাহ করতে সক্ষম। আগেই বলেছি Promate ACME-PD20 এর মাধ্যমে একসাথে দুটি ডিভাইসে চার্জ দেওয়া যাবে। কোম্পানির তরফে বলা হয়েছে, পাওয়ার ব্যাঙ্কটি ৩ ঘণ্টার মধ্যে পুরো চার্জ হয়ে যাবে।

সঙ্গে থাকুন ➥