Redmi ও Poco-র এই স্মার্টফোন MIUI 13-এর পাশাপাশি Android 12 আপডেট পেতে চলেছে

Avatar

Published on:

শাওমি-র বেশিরভাগ স্মার্টফোন সাধারণত তাদের জীবনকালে দু’টি মেজর Android আপডেট এবং তিনটি MIUI আপডেট পেয়ে থাকে। আবার সংস্থার MediaTek প্রসেসর চালিত ফোনের তুলনায় Qualcomm চিপসেটযুক্ত মডেলে বেশি আপডেট পায় বলে শোনা যেত। তবে ২০২০-এ লঞ্চ হওয়া শাওমি-র সাব ব্র্যান্ডের তিনটি মডেলে এ ক্ষেত্রে ব্যতীক্রম লক্ষ্য করা যাচ্ছে।

xiaomiui-এর রিপোর্ট অনুযায়ী, Redmi 9, Redmi Note 9, এবং Poco M2 শুধুমাত্র MIUI 13 নয়, Android 12 আপডেটও পাবে। ফোনগুলি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েডের লেটেস্ট সংস্করণের উপর ভিত্তি করে ইর্ন্টানাল আপডেট পেয়েছে।

বেশিরভাগ সময়, শাওমি-র মিডিয়াটেক প্রসেসর দিয়ে লঞ্চ করা বাজেট স্মার্টফোনে একটি বা কোনও অ্যান্ড্রয়েড আপডেটই আসে না। তবে অন্তত একটি এমআইইউই মোবাইল সফটওয়্যার আপডেট রোলআউট করে থাকে তারা।

উল্লেখ্য, Redmi 9, Redmi Note 9, এবং Poco M2 ইতিমধ্যেই Android 11-এ আপডেট হয়েছে। এতএব, Android 12 তাদের শেষ মেজর সিস্টেম আপডেট। আবার MIUI 13 ধরলে এটি ফোনগুলির দ্বিতীয় MIUI আপডেট। এরা MIUI 11-এর সাথে আত্মপ্রকাশ করেছিল। এবং পরবর্তীতে MIUI 12-এ আপডেট করা হয়েছিল।

সঙ্গে থাকুন ➥