শীঘ্রই আসছে ৯ সিরিজের সবচেয়ে সস্তা ফোন Redmi 9A

Avatar

Published on:

 Xiaomi এর সাব ব্র্যান্ড রেডমি কয়েকদিন আগেই চীনে Redmi 9 লঞ্চ করেছিল। এবার শোনা যাচ্ছে কোম্পানি এই সিরিজের আরও একটি ফোন বাজারে নিয়ে আসছে। এই ফোনের নাম হবে Redmi 9A । যা রেডমি ৯ সিরিজের সবচেয়ে কমদামি ফোন হবে। যদিও কোম্পানির তরফে এই ফোন সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে Redmi 9A কে ইউএস এর FCC ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এফসিসি ওয়েবসাইটে আগত এই রেডমি ৯ এ ফোনের মডেল নম্বর M2006C3LG। ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ফোনটি এমআইইউআই ১২ ইন্টারফেসের সাথে আসবে। এতে 4G সাপোর্ট থাকবে। এছাড়াও ফোনে ৪,৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। ফোনটি ডুয়েল সিম সাপোর্টের সাথে আসবে। কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে এই ফোনটি রেডমি ৮এ ডুয়েল এর আপগ্রেড ভার্সন হবে।

এদিকে Mysmartprice এর রিপোর্ট অনুযায়ী, Redmi 9A একটি সিঙ্গেল ব্যান্ড ফোন হবে, এতে ২.৪জি ওয়াই-ফাই কানেক্টিভিটি থাকবে। ফোনের সাইজ হবে ৬৪ এমএম x ৭৭.০৭ এমএম x ১৫ এমএম। এতে ১০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার হবে। যদিও কোম্পানির তরফে ফোনের ফিচার জানানো হয়নি।

আবার রেডমি ৮ এর সঠিক দাম ও সামনে আসেনি। তবে যেহেতু ফোনটি রেডমি ৮এ ডুয়েল এর আপগ্রেড ভার্সন হবে তাই এর দাম রেডমি ৮এ ডুয়েল এর মতোই হবে। ভারতে রেডমি ৮এ ডুয়েল এর ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। আবার এর ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৪৯৯ টাকা। আবার ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৭,৯৯৯ টাকা।

সঙ্গে থাকুন ➥