লঞ্চ হল ৮৬ ইঞ্চি স্ক্রিনের Redmi Max TV, 4K ডিসপ্লের সাথে আছে ডলবি এটমস সাউন্ড

Avatar

Published on:

রেডমি (Redmi) গতকাল চীনে K40 সিরিজের লঞ্চ ইভেন্টে Redmi Max TV 86 নামে সুবিশাল স্ক্রিনের একটি টেলিভিশনের ঘোষণা করেছে৷ বলার অপেক্ষা রাখেনা এটি একটি প্রিমিয়াম টিভি। এই টিভিটি গতবছরে লঞ্চ হওয়া Redmi Smart TV Max এর ডাউনগ্রেড ভার্সন। যেখানে ৯৮ ইঞ্চি স্ক্রিন ছিল। নতুন Redmi Max TV 86-র বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে আছে 4K ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন/এটমস সাউন্ড৷

Redmi Max TV 86 স্পেসিফিকেশন ও ফিচার

নাম শুনেই বোধগম্য এই টিভিতে রয়েছে বিশাল আকৃতির ৮৬ ইঞ্চি ডিসপ্লে৷ রেডমি এতে দিয়েছে এলইডি-ব্যাকলিট এলসিডি প্যানেল যার রেজোলিউশন ৩৮৪০x২১৬০ পিক্সেল (4K)৷ এছাড়া, রেডমি ম্যাক্স টিভির স্ক্রিনে ১০-বিট কালার, এইচডিআর ১০/১০ প্লাস, ডলবি ভিশন, ১৭৮॰ ভিউয়িং এঙ্গেল পাওয়া যাবে৷

Redmi Max TV 86-তে কোয়াড কোর প্রসেসর (আর্ম কর্টেক্স-এ৭৩) আর্ম মালি-জি৫২ এমসি১ জিপিইউ ব্যবহার করা হয়েছে৷ সাথে মিলবে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ৷ টিভির তিনটি HDMI পোর্টের মধ্যে একটি হল HDMI 2.0 পোর্ট৷ যা ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং অটো লো ল্যাটেন্সি মোড সাপোর্ট করবে৷ এতএব, সনি প্লেস্টেশন৫ বা মাইক্রোসফ্ট এক্সবক্স সিরিজ এক্স গেমিং কনসোলের সাথে কানেক্ট করে টিভিতেই 4K ১২০ হার্টজ গেমিংয়ের মজা নেওয়া যাবে৷

Redmi Max TV 86 দাম ও লভ্যতা

রেডমি ম্যাক্স টিভি ৮৬ এর দাম রাখা হয়েছে ৭,৯৯৯ ইউয়ান (প্রায় ৯০,৩১২ টাকা)৷ চীনের বাইরে টিভিটি লঞ্চ করার বিষয়ে রেডমি এখনও কিছু জানায়নি৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥