শীঘ্রই আসছে Redmi Note 8 Pro এর স্পেশাল এডিশন

Avatar

Published on:

চলতি বছরের জানুয়ারিতে Xiaomi চীনে Redmi Note 8 Pro এর টুইলাইট অরেঞ্জ কালার ভ্যারিয়েন্ট এনেছিল। এবার এই ফোনকে গ্লোবাল মার্কেটে লঞ্চ করার চিন্তা ভাবনা শুরু করেছে কোম্পানি। আজ Xiaomi টুইট করে জানিয়েছে, রেডমি নোট ৮ প্রো এর স্পেশাল এডিশন আসছে। যদিও কোম্পানির এই টুইটে নির্দিষ্ট কোনো রঙের কথা উল্লেখ নেই, তবে যেহেতু শাওমির অফিসিয়াল রং কমলা এবং শীঘ্রই তারা ১০ বছর পূর্তি একটি ইভেন্ট রেখেছে, তাই বুঝে নিতে অসুবিধা হয়না যে টুইলাইট অরেঞ্জ কালারেই আসছে Redmi Note 8 Pro এর স্পেশাল এডিশন। যদিও রং ছাড়া ফোনের বাকি স্পেসিফিকেশন একই থাকবে।

জানিয়ে রাখি রেডমি নোট ৮ প্রো আপাতত ইলেকট্রিক ব্লু,ফরেস্ট গ্রীন, গামা গ্রীন, হ্যালো হোয়াইট, পার্ল হোয়াইট, শ্যাডো ব্ল্যাক, কসমিক পার্পেল, গ্রে এবং ওশান ব্লু কালারে উপলব্ধ। যদিও ভারতে এই ফোনটি ইলেকট্রিক ব্লু, গামা গ্রীন, হ্যালো হোয়াইট ও শ্যাডো ব্ল্যাক কালারে পাওয়া যায়। ভারতে এই ফোনের দাম শুরু হয়েছে ১৫,৯৯৯ টাকা থেকে।

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন :

কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশনের সাথে রেডমি নোট ৮ প্রো ফোনে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যার আসপেক্ট রেশিও ১৯.৫ : ৯ এবং স্ক্রিন টু বডি রেশিও ৯১.৪ শতাংশ । এই ফোনে ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের সাথে Mediatek Helio G90T প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার দরুন আপনি হাই গ্রাফিক্সের গেম বিনা বাধায় খেলতে পারবেন। এছাড়াও এতে গেম টার্বো ২.০ ব্যবহার হয়েছে।

Redmi Note 8 Pro এর সব থেকে বড় আকর্ষণ ৬৪ মেগাপিক্সেল সেন্সরের সাথে কোয়াড ক্যামেরা। শাওমি আগেই জানিয়েছিলো এই ফোনে স্যামসাংয়ের ISOCELL Bright GW1 image Sensor ব্যবহার করা হবে, যা ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার থেকে ৩৮% বেশি পিক্সেল আনে। প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার এফ/১.৭। এই ফোনের অন্যান্য ক্যামেরা গুলি হলো ৮ মেগাপিক্সেল ১২০ ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। রিয়ার ক্যামেরা ৯০এফপিএস আলট্রা স্লো মোশন ভিডিও সাপোর্ট করে। রেডমি নোট ৮ প্রো ফোনে ২০ মেগাপিক্সেল AI সেলফি ক্যামেরা আছে।

এছাড়াও এই ফোনে আছে কুইক চার্জও ৩.০ এর সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। অন্যান্য ফিচার হল – ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট, অ্যান্ড্রয়েড পাই বেসড MIUI 10 অপারেটিং সিস্টেম।

সঙ্গে থাকুন ➥