ভারতে দাম কমলো samsung Galaxy A51 এবং Galaxy A71 এর, জানুন নতুন দাম

Avatar

Published on:

ভারতে পাকাপাকি ভাবে Galaxy A51 এবং Galaxy A71 এর দাম কমানোর সিদ্ধান্ত নিল Samsung। গত এপ্রিলে জিএসটি হার বাড়ার জন্য সমস্ত স্মার্টফোন কোম্পানি তাদের ফোনের দাম বাড়িয়েছিল। সেইসময় স্যামসাংও তাদের এই দুই ফোনের দাম বৃদ্ধি করে। তবে আজ কোম্পানি জানিয়েছে যে, ভারতে স্যামসাং গ্যালাক্সি এ ৫১ এবং এ ৭১ ফোন দুটি ২,০০০ টাকা কমে পাওয়া যাবে।

Samsung Galaxy A51 এর নতুন দাম

গত জানুয়ারিতে স্যামসাং গ্যালাক্সি এ ৫১ ভারতে ২৩,৯৯৯ টাকায় ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছিল। এরপর এপ্রিলে এই ফোনের দাম বাড়িয়ে করা হয় ২৫,২৫০ টাকা। মে মাসে কোম্পানি এই ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করে, যার দাম রাখা হয় ২৭,৯৯৯ টাকা।

তবে এখন থেকে স্যামসাংয়ের বেস ভ্যারিয়েন্ট ২৩,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার অন্য ভ্যারিয়েন্টটি কিনতে খরচ করতে হবে ২৫,৯৯৯ টাকা। যদিও আমরা ফ্লিপকার্টে ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টকে ২৩,৪৯৯ টাকায় খুঁজে পেয়েছি। ফোনটির স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

Samsung Galaxy A71 এর নতুন দাম

স্যামসাং গত ফেব্রুয়ারিতে ভারতে এই ফোনটিকে লঞ্চ করেছিল। তখন গ্যালাক্সি এ ৭১ এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৯,৯৯৯ টাকা। তবে এপ্রিলে ফোনটির দাম বাড়িয়ে ৩১,৯৯৯ টাকা করা হয়। কিন্তু এখন এই ফোনটি ৩০,৯৯৯ টাকায় পাওয়া যাবে। যদিও অ্যামাজন ফোনটি এখন ২০০ টাকা কমে পাওয়া যাচ্ছে। ফোনটির স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥