Malicious Apps Deleted: চুপিসারে ডেটা চুরি করেছে এই ১২ অ্যাপ, প্লে স্টোর থেকে সরাল গুগল

Avatar

Published on:

Malicious Apps Deleted

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা Google Play Store-এর মাধ্যমে লক্ষ লক্ষ অ্যাপ ডাউনলোড করার সুযোগ পান। আর এটি অ্যাপ ইন্সটল করার সবথেকে নিরাপদ প্ল্যাটফর্ম। তবে মাঝে মাঝে অনেক বিপদজনক অ্যাপ প্লে স্টোরে পৌঁছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষতি করে চলেছে। সম্প্রতি, এই ধরনের কিছু অ্যাপের তালিকা সামনে এসেছে, যেগুলি ব্যবহারকারীর ফোনে আক্রমণ করে চুরি করছে তাদের সংবেদনশীল তথ্য।

সম্প্রতি ব্লিপিং কম্পিউটার তাদের রিপোর্টে এমন ১২টি অ্যাপের কথা উল্লেখ করেছে, যেগুলিতে ম্যালওয়্যার উপস্থিত রয়েছে। আর এই অ্যাপগুলি ব্যবহারকারীর ফোনে উপস্থিত থেকে চুরি করছে তাদের ব্যক্তিগত তথ্য। এর মধ্যে ৬টি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে আর বাকি অ্যাপ থার্ড পার্টির মাধ্যমে ব্যবহারকারীর ফোনে পৌঁছাচ্ছে।

রিপোর্টে আরো বলা হয়েছে যে, সাইবার সিকিউরিটি কোম্পানি ইএসইটি এই অ্যাপে থাকা বিপদ সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়েছে। তারা বলেছে VajraSpy নামে একটি রিমোট অ্যাক্সেস ট্রোজান (RAT) এই অ্যাপগুলিতে উপস্থিত রয়েছে। আর এই ম্যালওয়্যারের সাহায্যে আক্রমণকারীরা ব্যবহারকারীর ডেটা চুরি করছে।

রিপোর্টে বলা হয়েছে, এই সংক্রমিত অ্যাপগুলির মধ্যে ১১ টি অ্যাপ মেসেজিং অ্যাপ হিসেবে এবং একটি নিউজ পোর্টাল হিসেবে প্লে স্টোরে বা থার্ড পার্টি স্টোরের মাধ্যমে ডিভাইসে পৌঁছাচ্ছে। আর এগুলি একবার ডিভাইসের ডাউনলোড হয়ে গেলে কন্ট্যাক্ট, মেসেজ, ফাইল, ডিভাইস লোকেশন এবং ইনস্টল করা অ্যাপগুলি অ্যাক্সেস করা শুরু করে দেয়। মূলত এই ম্যালওয়্যারটি পাকিস্তানের ব্যবহারকারীদের বেশি আক্রমণ করছে।

এই অ্যাপের তালিকা-

  • Rafaqat
  • Privee talk
  • Meet me
  • Let’s chat
  • Quick chat
  • Chit chat
  • Hello chat
  • Yohoo talk
  • Tik tok
  • Nidus
  • Glow chat
  • Wave chat

যদিও, এই অ্যাপগুলিকে ইতিমধ্যেই প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে এই অ্যাপগুলির মধ্যে কোনো একটি যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে অবিলম্বে সেটি আনইন্সটল করুন। আর এই ধরনের যেকোনো অ্যাপ ডাউনলোড করার সময় সতর্ক থাকুন।

সঙ্গে থাকুন ➥