সস্তা iPhone SE 2022 (iPhone SE 3) সহ আসন্ন সমস্ত আইফোনে থাকবে 5G সাপোর্ট

Avatar

Published on:

গত বছর 4G নেটওয়ার্ককে বিদায় জানিয়ে Apple তাদের সর্ব প্রথম 5G কানেক্টিভিটিযুক্ত ফোন হিসেবে iPhone 12 সিরিজ লঞ্চ করেছিল। iPhone 12 লাইনআপের দেখানো পথে টেক জায়েন্টটি চলতি বছরেও iPhone 13 সিরিজের প্রত্যেকটি ফোনে 5G নেটওয়ার্ক সাপোর্ট রাখবে। শুধু তাই নয়, আগামী বছর থেকে iPhone 14-সহ কোম্পানির বাজেট হ্যান্ডসেট, iPhone SE 2022 বা iPhone SE 3-তে পরবর্তী প্রজন্মের কানেক্টিভিটি সাপোর্ট করবে।

iPhone SE 2022 সহ আসন্ন সমস্ত আইফোনে থাকবে 5G কানেক্টিভিটি

Nikkei Asia-র প্রতিবেদনে বলছে, আগামী বছর অ্যাপল তাদের আইফোন লাইনআপের প্রত্যেকটি হ্যান্ডসেটে ৫জি সাপোর্ট যোগ করবে। অ্যাপলের লভ্যাংশে অর্ধেকের বেশি অবদান আইফোনের। তাই বিক্রিতে গতি আনতে এহেন সিদ্ধান্ত নিয়েছে তারা।

তবে আগামী বছরের প্রথমার্ধে লঞ্চ হতে চলা আইফোন এসই ২০২২ মডেলে ৫জি সমর্থিত হলেও আইফোন মিনি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। কমপ্যাক্ট স্ক্রিন এবং লোডেড ফিচার নিয়ে আইফোন ১২ মিনি বাজারে যথেষ্ট সাড়া ফেলবে বলেই অ্যাপল মনে করেছিল। তবে প্রত্যাশা পূরণ না হওয়ার জন্য আগামী বছর আইফোন মিনির নতুন কোনও মডেল তারা বাজারে আনবে না।

প্রসঙ্গত, ৫জি ফোন আনার দৌড়ে অ্যাপল অনেক দেরিতে সামিল হয়েছে। স্যামসাং, রিয়েলমি, শাওমি, ওপ্পো, হুয়াওয়ে ২০১৯-এ ৫জি সমর্থিত স্মার্টফোন লঞ্চ করে। সংস্থাগুলির বাজেট, মিড রেঞ্জ, প্রিমিয়াম- সব ধরনের বিভাগে ৫জি কানেক্টিভিটিযুক্ত ফোন রয়েছে। সেখানে অ্যাপলের প্রথম ৫জি ফোন আসে ২০২০-তে। ফলে আইফোন এসই রেঞ্জেও ৫জি সাপোর্ট দেওয়ার ফলে আইফোনের বিক্রি আরও বাড়বে বলেই টেকমহল মনে করছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥