ভারতে এল Vivo V20 এর মুনলাইট সোনাটা ভ্যারিয়েন্ট, জেনে নিন দাম

Avatar

Published on:

এমাসের মাঝামাঝি সময়ে ভিভো ভারতে লঞ্চ করেছিল তাদের ভি সিরিজের ফোন Vivo V20। এই সিরিজের আরও দুটি ফোন, Vivo V20 Pro এবং Vivo V20 SEও শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে জানা গেছে। তবে তার আগে কোম্পানি ভিভো ভি২০ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে আনলো। এবার থেকে Vivo V20 ফোনটি ভারতে মুনলাইট সোনাটা (Moonlight Sonata) কালারে পাওয়া যাবে। প্রসঙ্গত ফোনটি মিডনাইট জাজ ও সানসেট মেলোডি কালারের সাথে লঞ্চ হয়েছিল।

Vivo V20 দাম

ভারতে ভিভো ভি২০ দুটি স্টোরেজ সহ লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৪,৯৯০ টাকা। আবার ২৭,৯৯০ টাকা দাম পড়বে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের।

এই ফোনটি অনলাইনে Flipkart ও Vivo এর অনলাইন স্টোর থেকে পাওয়া যাবে। আবার অফলাইনেও ফোনটি উপলব্ধ।

Vivo V20 স্পেসিফিকেশন

ভিভো ভি২০ অ্যান্ড্রয়েড ১০ বেসড FunTouchOS ১১ ইন্টারফেসে চলে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর সহ এসেছে। এতে আছে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস S-AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন ১০৮০ x ২৪০০ পিক্সেল ও আসপেক্ট রেশিও ২০:৯ এবং স্ক্রিন টু বডি রেশিও হবে ৯১.২ শতাংশ। ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ, যার মধ্যে ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

Vivo V20 ফোনের পিছনে আছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল মনো ক্যামেরা। এই ক্যামেরায় সুপার নাইট সেলফি, স্লো মো সেলফি, ৪কে সেলফি প্রভৃতি ফিচার আছে। এই ফোনে পাবেন ৪,০০০ এমএএইচ ব্যাটারি। এতে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জার ২.০ টেকনোলজি ও এনএফসি সাপোর্ট আছে। চার্জিংয়ের জন্য এতে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

সঙ্গে থাকুন ➥