VU ভারতে আনল নতুন 32 ইঞ্চি Smart TV, দাম ১৩ হাজার টাকা

Avatar

Published on:

জনপ্রিয় টিভি নির্মাতা Vu (ভিইউ) আজ ভারতীয় গ্রাহকদের জন্য একটি নতুন ৩২ ইঞ্চি প্রিমিয়াম টিভি লঞ্চ করল। সদ্য চালু হওয়া এই Vu Premium TV (32 inch)-টিতে বেজেল-লেস ডিজাইন, উন্নত মানের সাউন্ড প্রযুক্তি, কোয়াড-কোর প্রসেসর আছে। তবে মনে রাখতে হবে এই টিভিটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি নয়। নতুন টিভিটি ১৫ হাজার টাকারও কম দামে এসেছে। আসুন এখন নতুন Vu Premium TV (ভিইউ প্রিমিয়াম টিভি) মডেলের ফিচার এবং দাম জেনে নিই।

Vu Premium TV (32 inch)-এর স্পেসিফিকেশন

নতুন ভিইউ টিভি মডেলটিতে ৩২ ইঞ্চি এইচডি রেডি স্ক্রিন রয়েছে, যা ১৩৬৬×৭৬৮ পিক্সেল রেজোলিউশন এবং A+ গ্রেড প্যানেল অফার করবে, এবং এর সর্বোচ্চ ব্রাইটনেস ৩০০ নিট। এই টিভিটি ডলবি অডিও এবং ডিটিএস ট্রুসাউন্ড (DTS TrueSurround) সাপোর্ট সহ ২০ ওয়াট স্পিকরের সাথে এসেছে। সাথে আছে ১ জিবি র‌্যাম, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ বিট কোয়াড কোর প্রসেসর।

আগেই বলেছি, ভিইউ প্রিমিয়াম টিভিটি অ্যান্ড্রয়েড টিভি নয়, কিন্তু এটি লিনাক্স স্মার্ট ওএসে চলে যা ইউটিউব ছাড়াও নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ইরোস নাউ, ইউটিউব মিউজিক এবং ব্রাউজারসহ অনেক অ্যাপ সমর্থন করে। তাছাড়া কানেক্টিভিটির জন্য এতে দুটি ইউএসবি পোর্ট, ওয়াইফাই ৮০২.১১ বি/জি/এন, এভি (AV) পোর্ট, দুটি এইচডিএমআই পোর্ট এবং অপটিক্যাল অডিও আউটপুট রয়েছে৷

Vu Premium TV (32 inch)-এর দাম, উপলব্ধতা

ভিইউ প্রিমিয়াম টিভি ৩২ ইঞ্চি টিভি মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা এবং বর্তমানে এই টিভিটি ফ্লিপকার্ট (Flipkart)-এ প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আগামী ১লা ফেব্রুয়ারি থেকে এর বিক্রি শুরু হবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ১,২৫০ টাকা পর্যন্ত Axis Bank ক্রেডিট কার্ডে এবং Citibank ক্রেডিট/ডেবিট কার্ডে ১,৫০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ ছাড় পাবেন৷

সঙ্গে থাকুন ➥