কিভাবে Telegram অ্যাপে সাইলেন্ট মেসেজ পাঠাবেন

Avatar

Published on:

নতুন প্রাইভেসি পলিসির কারণে এই মুহূর্তে অনেকেই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp ছেড়ে Telegram ব্যবহার করতে শুরু করেছেন। এই অ্যাপটি হোয়াটসঅ্যাপের মত না হলেও, একাধিক মজার ফিচার আমাদের অফার করে থাকে। যার মধ্যে একটি অবশ্যই সাইলেন্ট মেসেজ ফিচার (Silent messages)। এই ফিচারের মাধ্যমে আপনি নোটিফিকেশন সাউন্ড ছাড়াই মেসেজ পাঠাতে পারবেন।

টেলিগ্রামের সাইলেন্ট মেসেজ ফিচার সেইসময় ভীষণ কার্যকরী যখন কোনো ব্যস্ত সময়ে আপনি কাউকে মেসেজ করছেন, হয়তো সে কোনো মিটিংয়ে আছে; সেইমুহূর্তে এই ফিচারের মাধ্যমে মেসেজ করলে কোনো শব্দ ছাড়াই সে মেসেজটি পেয়ে যাবে। আসুন জেনে নিই কিভাবে এই ফিচার সক্রিয় করা যায়।

টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ ফিচার কিভাবে ব্যবহার করবেন

  • – প্রথমেই টেলিগ্রাম অ্যাপটি ওপেন করুন (লেটেস্ট ভার্সন)।
  • – এবার যেকোনো চ্যাট উইন্ডোতে যান।
  • – এখানে আপনার মেসেজ লিখুন।
  • – এবার Send বাটনটি ৩ সেকেন্ডের জন্য চেপে রাখুন।
  • – এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন – Schedule message এবং Send without sound। দ্বিতীয়টি বেছে নিন।
সঙ্গে থাকুন ➥