Xiaomi ফ্যানদের জন্য সুখবর, চলতি বছরের কোনো ফ্ল্যাগশিপ ফোনে থাকবে না এলসিডি ডিসপ্লে

Avatar

Published on:

LCD নাকি AMOLED ডিসপ্লে! স্মার্টফোন ব্যবহারকারীরা কোন ধরনের ডিসপ্লে বেশি পছন্দ করছেন? মতামত জানতে রেডমি (Redmi) র জেনারেল ম্যানেজার লু ওয়েবিং (Lu Weibing) সম্প্রতি অনলাইনে একটি ভোটাভুটির আয়োজন করেছিলেন। ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যায় AMOLED ডিসপ্লের দিকে পাল্লা ভারী। অথচ গত বছর একইরকম সার্ভেতে সমর্থন পেয়েছিল LCD ডিসপ্লে। বছর ঘুরতেই তাহলে কি মত পরিবর্তন? সার্ভে কিন্তু সেই কথাই বলছে।

ঘটনাচক্রে, শাওমির প্রোডাক্ট ডিরেক্টর ওয়াং টেং থমাস (Wang Teng Thomas)-কে একজন উইবো (সোশ্যাল মিডিয়া সাইট) ইউজার প্রশ্ন করেছিলেন, শাওমি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের কোনো এলসিডি ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করার বিবেচনা করছেন কি না। উল্লেখ্য, চলতি বছরে এই চিপসেট যুক্ত তিনটি ফোন শাওমি বাজারে আনবে বলে জল্পনা ছিল।

উত্তরে থমাস বলেছিলেন, এ বছর এলসিডি ডিসপ্লের কোনো ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার পরিকল্পনা শাওমির নেই। সেইসঙ্গে তিনি পরামর্শ দেন, এলসিডি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চাইলে Redmi K30S Ultra ভাল বিকল্প হবে। বলে রাখি, Redmi K30S Ultra গত বছর চিনে লঞ্চ হয়েছিল। মজার বিষয় হল K40 Ultra বাজারে এলেও স্মার্টফোনটির বিক্রি শাওমি বন্ধ করেনি।

হালফিলে ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এলসিডি ডিসপ্লে ব্যবহার না হওয়ার কারনও রয়েছে। AMOLED ডিসপ্লে এখন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এমনকি মিড রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টও এই ট্রেন্ডে কাবু। বহু মিড-রেঞ্জ হ্যান্ডসেট এখন AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হচ্ছে। যেমন Mi 11 ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলি E4 AMOLED ডিসপ্লে সহ এসেছিল। আবার Redmi K40 সিরিজের স্মার্টফোনেও এই ডিসপ্লের ব্যবহার হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥