Redmi Note 12 4G vs Realme 10 4G vs Samsung Galaxy F14 5G: ১৫ হাজার টাকার কমে কোন ফোনটি কেনা লাভজনক

Redmi Note 12 4G vs Realme 10 4G vs Samsung Galaxy F14 5G: কেনার আগে পার্থক্য দেখে নিন

গত ৩০শে মার্চ Xiaomi তাদের Note 12 সিরিজের নতুন সদস্য হিসেবে Redmi Note 12 4G ভারতে লঞ্চ করেছে। নবাগত এই 4G-এনাবল ডিভাইসটিকে লাইনআপের সর্বাধিক সাশ্রয়ী মূল্যের ডিভাইস হিসাবে আখ্যায়িত করেছে সংস্থাটি। তবে সাথে দাবি করা হয়েছে যে, মডেলটি ১৫,০০০ টাকার সেগমেন্টে এলেও একাধিক চিত্তাকর্ষক ফিচার অফার করবে। যেমন এতে – FHD+ ডিসপ্লে প্যানেল, ৬ জিবি পর্যন্ত র‌্যাম, সর্বোচ্চ ১২৮ জিবি স্টোরেজ, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ওএস, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।

দেখতে গেলে প্রায় অনুরূপ কনফিগারেশনের সাথে গত ২৪শে মার্চ ভারতের বাজারে পা রাখে Samsung Galaxy F14 5G। ফলে এই দুটি নয়া মডেল একে অপরকে কড়া টক্কর দিতে পারে। এছাড়া ফিচার ও দামের নিরিখে জানুয়ারি মাসের ৯ তারিখে আত্মপ্রকাশ করা Realme 10 4G ফোনটিও এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে আমাদের অনুমান। এক্ষেত্রে যেহেতু প্রত্যেকটি মডেলের প্রারম্ভিক মূল্য প্রায় এক সমান, সেহেতু কোনটা ছেড়ে কোনটা বেছে নেওয়া সর্বাধিক লাভজনক হবে তা বিচার্য বিষয়। তাই আপনাদের বোঝার সুবিধার্থে আজ আমরা Redmi Note 12 4G, Realme 10 4G এবং Samsung Galaxy F14 5G স্মার্টফোন তিনটির মধ্যে দাম ও ফিচারের পার্থক্যগুলি তুলে ধরবো।

Redmi Note 12 4G vs Realme 10 4G vs Samsung Galaxy F14 5G : ডিসপ্লে

রেডমি নোট ১২ ৪জি স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০x১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৪,৫০০,০০০:১ কনট্রাস্ট রেশিও ও সর্বোচ্চ ১,২০০ নিট পিক ব্রাইটনেস লেভেল সমর্থন করে।

রিয়েলমি ১০ ৪জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ ৬.৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের ডিজাইন হোল-পাঞ্চ স্টাইলের (উপরি বাম কোণে অবস্থিত) এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পেলিং / রেসপন্স রেট ও ১,০০০ নিট পিক ব্রাইটনেস সমর্থন করে।

স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস পিএলএস এলসিডি ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

Redmi Note 12 4G vs Realme 10 4G vs Samsung Galaxy F14 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

পারফরম্যান্সের জন্য রেডমি নোট ১২ ৪জি স্মার্টফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর সহ এসেছে। এতে ৬ জিবি LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ বর্তমান। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক লেটেস্ট এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন পাওয়া যাবে।

স্মুথ পারফরম্যান্স প্রদানের জন্য, রিয়েলমি ১০ ৪জি হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি জি৯৯ প্রসেসর সমন্বিত। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে এই ডিভাইসে ৮ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং সর্বোচ্চ ১২৮ জিবি UFS 2.2 রম বর্তমান।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে এক্সিনস ১৩৩০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটিকে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ কাস্টম ইউজার ইন্টারফেসের সাথে প্রি-লোডেড হয়ে এসেছে।

Redmi Note 12 4G vs Realme 10 4G vs Samsung Galaxy F14 5G : ক্যামেরা সেটআপ

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য Redmi Note 12 4G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল Samsung JN1 সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে ডিভাইসের সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়।

ছবি তোলার জন্য Realme 10 4G স্মার্টফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বিদ্যমান রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট সেকেন্ডারি লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের ডিসপ্লের উপরিভাগে ১৬-মেগাপিক্সেলের সেলফি শুটার লক্ষণীয়।

ক্যামেরা বিভাগের কথা বললে, Samsung Galaxy F14 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

Redmi Note 12 4G vs Realme 10 4G vs Samsung Galaxy F14 5G : ব্যাটারি, কানেক্টিভিটি অপশন

কানেক্টিভিটি বিকল্প হিসাবে রেডমি নোট ১২ ৪জি স্মার্টফোনে অন্তর্ভুক্ত থাকছে – ডুয়াল সিম স্লট, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিএনএসএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই রেডমি হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং প্রযুক্তি সমর্থন করে।

রিয়েলমি ১০ ৪জি স্মার্টফোনের কানেক্টিভিটি বিকল্পের মধ্যে সামিল রয়েছে – ওয়াই-ফাই, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ডিভাইসে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। রিয়েলমির দাবি অনুসারে, ফোনটির বান্ডেলড চার্জার দিয়ে মাত্র ২৮ মিনিটের মধ্যে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করা সম্ভব।

স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে কানেক্টিভিটির জন্য পাওয়া যাবে – ডুয়েল সিম স্লট, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ৫জি-এনাবল হ্যান্ডসেটে হ্যান্ডসেটে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

Redmi Note 12 4G vs Realme 10 4G vs Samsung Galaxy F14 5G : দাম

ভারতীয় বাজারে রেডমি নোট ১২ ৪জি স্মার্টফোনকে মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে ৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা ও ১৬,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটিকে ৩টি কালার বিকল্পে পাওয়া যাবে, যথা – লুনার ব্ল্যাক, ফ্রস্টেড আইস ব্লু এবং সানরাইজ গোল্ড।

ভারতে রিয়েলমি ১০ ৪জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ১৩,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড ভ্যারিয়েন্টকে নিয়ে আসা হয়েছে ১৬,৯৯৯ টাকার বিক্রয় মূল্যের সাথে। এটিকে – ক্ল্যাশ হোয়াইট এবং রাশ ব্ল্যাক কালার বিকল্পে বেছে নেওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ১২,৯৯০ টাকা। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ধার্য করা হয়েছে ১৪,৪৯০ টাকা। এটি – ওএমজি ব্ল্যাক, গোট গ্রীন এবং বিএই পার্পেল কালারে উপলব্ধ।