Kushaq লঞ্চ করে নিজের জাত চিনিয়েছে Skoda, প্রথম বর্ষপূর্তি এক বছর পূর্তি উপলক্ষ্যে নতুন ফিচার আপডেট দিল

Skoda Kushaq ভারতে পূর্ণ করল ১ বছর। কুশাকের হাত ধরেই এসইউভি সেগমেন্টে নিজের জাত চিনিয়েছে স্কোডা‌। ইতিমধ্যে বিক্রি ছাড়িয়েছে ২৮,০০০। তাই প্রথম বর্ষপূর্তি স্মরণীয় করে রাখতে গাড়িটি একগুচ্ছ নতুন আপডেটের সাথে লঞ্চ করল তারা। এটি যে ক্রেতাদের আরও আকর্ষণ করবে ও বাজারে সাড়া ফেলবে, তা নিয়ে আশাবাদী সংস্থাটি।

নতুন অবতারে Skoda Kushaq তার কেবিনের ভেতরে নিউ হেডলাইনার পেয়েছে। এর পাশাপাশি এসইউভিটি টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে যুক্ত হয়েছে‌। এছাড়া থাকছে একটি ৮-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম যাতে বাছাই করা ফাংশনগুলির জন্য থাকবে একটি বোতাম। অন্য দিকে, ১.০-লিটার টিএসআই টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনটি নতুন স্টার্ট-স্টপ সিস্টেমে সজ্জিত। এটি ৭ থেকে ৯ শতাংশ জ্বালানি সাশ্রয় করতে সক্ষম।

সানরুফহীন এমন ভ্যারিয়েন্টও (NSR) চালু করেছে স্কোডা। যার দাম ১৫.০৯ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। এটি অ্যাম্বিশন এবং স্টাইল সানরুফ ভ্যারিয়েন্টগুলির মাঝামাঝি অবস্থান করবে। নন-সানরুফ এডিশন অবশ্য ১.০-লিটার পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত। এটি সিক্স-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে এসেছে। আবার ড্রাইভারের ইন্সট্রুমেন্ট কনসোলের জন্য  একটি ৮ ইঞ্চি ভার্চুয়াল ককপিট দেওয়া হয়েছে নতুন ভ্যারিয়েন্টে।

স্কোডা কুশাক এখন দুই ইঞ্জিন বিকল্পের সাথে উপলব্ধ।  প্রথমটি ১.০ লিটার থ্রি সিলিন্ডার টিএসআই, যার ক্ষমতা ১১৪ বিএইচপি এবং টর্ক ১৭৮ এনএম‌। অপরটি হল ১.৫-লিটার ফোর সিলিন্ডার টিএসআই ইঞ্জিন। যা ১১৪ অশ্বশক্তি ও ১৭৮ এনএম টর্ক উৎপাদন করবে। ম্যানুয়াল ও অটোমেটিক-সহ গিয়ারবক্সের একাধিক অপশন উপলব্ধ।

স্কোডা অটো ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর জ্যাক হলিস  বলেন, “কুশাক হল আমাদের ইন্ডিয়া ২.০ প্রকল্পের নায়ক এবং এক বছর পর, এটি স্কোডা অটো ইন্ডিয়ার একের পর এক বিক্রয়ের শীর্ষে আরোহণ করতে সহায়ক ভূমিকা পালন করেছে‌‌‌। আমরা কুশাকের মত জনপ্রিয় গাড়িতে এনেছি উল্লেখযোগ্য আপডেট, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলবে।”