বাজারে এল Honda Hornet 2.0 এবং Dio এর Repsol Edition মডেল

লঞ্চ হয়ে গেল হোন্ডার Hornet 2.0 মোটরবাইক এবং Dio স্কুটারের Repsol Edition মডেল। হোন্ডার রেসিং টিমের ৮০০ তম গ্রান্ড পিক্স জয় সেলিব্রেট করতেই এই উদ্যোগ। Honda এর তরফে জানানো হয়েছে Repsol Edition মডেলদুটি সীমিত সংখ্যায় বাজারে উপলব্ধ হবে। তবে কতগুলি ইউনিট ঠিক বাজারে ছাড়া হবে তা অবশ্য Honda জানায় নি।

Hornet 2.0 এবং Dio এর Repsol Edition এর দাম

Hornet 2.0 Repsol Edition বাইকের দাম পড়বে ১.২৮ লক্ষ টাকা এবং Dio Repsol Edition স্কুটার কেনার জন্য ৬৯,৭৫৭ টাকা খরচ করতে হবে (এক্স-শোরুম, গুরুগ্রাম)। হোন্ডার অথোরাইজড ডিলারশিপে এখন Repsol Edition বুকিং করা যাচ্ছে।

Hornet 2.0 এবং Dio Repsol এডিশনের বিশেষত্ব

এখন প্রশ্ন হচ্ছে, এই লিমিটেড এডিশানে কি নতুনত্ব আছে। Repsol এডিশনের Hornet 2.0 এবং Dio মেকানিক্যাল ও হার্ডওয়্যারের দিক থেকে সম্পূর্ণরূপে অপরিবর্তিত। অতিরিক্ত হিসেবে আপনি পেয়ে যাবেন Repsol Honda রেসিং টিম থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় বডি গ্রাফিক্স এবং ডিজাইন থিম। যেমন Repsol স্টিকার, ভাইব্রান্ট অরেঞ্জ ট্রিম এবং ব্ল্যাক, হোয়াইট, রেড অ্যাকসেন্ট। যা একে স্পোর্টি লুক প্রদান করেছে।

Hornet 2.0 Repsol Edition

Hornet 2.0 Repsol Edition মডেলে থাকবে হোন্ডার MotoGP রেসিং মোটরবাইক RC 213V-এর মতো পেইন্টওয়ার্ক। এর হুইল ও ফুয়েল ট্যাঙ্ক অরেঞ্জ কালার, বেলি প্যান হোয়াইট, এবং বডি রেড ও ব্ল্যাক অ্যাকসেন্টে সজ্জিত করা হয়েছে। রেসিংএর অনুভূতি দেওয়ার জন্য ফুয়েল ট্যাঙ্কে রয়েছে Repsol ব্রান্ডিং। পারফরমেন্সের প্রসঙ্গে আসলে এক্সক্লুসিভ পেইন্টওয়ার্কের সাথে আসা Hornet 2.0 Repsol Edition বাইকে আপনি আগের মতোই পেয়ে যাবেন প্রোগ্রামড ফুয়েল ইঞ্জেকশন (PGM-FI) এবং হোন্ডার ইকো টেকনোলজি (HET) যুক্ত ১৮৪ সিসি ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৬.৮৬ পিএস পাওয়ার এবং ১৬.১ এনএম পর্যন্ত টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটিতে সিঙ্গল চ্যানেল এবিএস সহ ডুয়াল পেটাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। বাইকটিতে এলইডি হেডল্যাম্পের সাথে পজিশান ল্যাম্প, এলইডি উইঙ্কার, ইংরেজী X এর আকৃতির মতো এলইডি টেইল ল্যাম্প উপলব্ধ।

Dio Repsol Edition

Dio Repsol Edition স্কুটারে Hornet 2.0 Repsol Edition বাইকের মতোই পেইন্ট স্কিম পেয়ে যাবেন। তবে স্কুটারের বডি প্যানেলে একাধিক জায়গায় Repsol স্টিকার দেওয়া হয়েছে। আগেই বলেছি, মেকানিক্যাল বা হার্ডওয়্যারের দিক থেকে Dio সম্পূর্ণরূপে অপরিবর্তিত। এই স্কুটারে আছে HET এবং PGM-FI প্রযুক্তির ১১০ সিসি ইঞ্জিন। যার পাওয়ার ও টর্ক আউটপুট যথাক্রমে ৭.৭ বিএইচপি এবং ৯ এনএম।

বলা বাহুল্য, Hornet 2.0 মোটরবাইক এবং Dio স্কুটারের Repsol Edition মডেলে এক্সক্লুসিভ পেইন্টওয়ার্কের সংযুক্তিকরণ এদের আকর্ষণীয়তা আরো বহুগুণ বাড়িয়ে তুলবে। রেসিং প্রেমীরাও যে এদের প্রেমে মজবেন তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।