কম দামে ভালো ইয়ারবাড খোঁজ করছেন? Ptron Bassbuds Neo মাত্র ৮৯৯ টাকায় লঞ্চ হল

ভারতীয় বাজারে Ptron Bassbuds Neo ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৮৯৯ টাকা

দেশীয় সংস্থা Ptron ভারতে লঞ্চ করল তাদের নতুন ইয়ারবাড Ptron Bassbuds Neo। নতুন এই ইয়ারফোনে রয়েছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন, ১৩ এমএম ডাইনামিক ড্রাইভার এবং ব্লুটুথ ৫.৩। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৩৫ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। চলুন দেখে নেওয়া যায় Ptron Bassbuds Neo ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Ptron Bassbuds Neo -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Ptron Bassbuds Neo ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৮৯৯ টাকা। এটি ব্ল্যাক, ব্লু এবং গ্রে, এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা এই কমার্স সাইট অ্যামাজন থেকে এটি কিনতে পারবেন।

Ptron Bassbuds Neo -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Ptron Bassbuds Neo ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম ড্রাইভার, যা স্বচ্ছ কল এক্সপেরিয়েন্স প্রদান করার প্রতিশ্রুতি দেয়। তাছাড়া এতে থাকছে ট্রুটক এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি, যার মাধ্যমে কল চলাকালীন বাইরের আওয়াজ এড়ানো সম্ভব।

আবার ইয়ারফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ব্লুটুথ ৫.৩। শুধু তাই নয়, ডিভাইসটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ও টাচ কন্ট্রোল উপলব্ধ। তাই ব্যবহারকারী এর স্টেমে স্পর্শ করে মিউজিক এবং কল নিয়ন্ত্রণ করতে পারবেন।

এবার আসা যাক Ptron Bassbuds Neo ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে। একবার চার্জে এর ব্যাটারি ৩৫ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম বলে দাবি করেছে সংস্থাটি। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ১৫৫ মিনিট পর্যন্ত লিসনিং টাইম অফার করবে। সর্বপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IPX5 রেটিং।