স্কুলেই বাচ্চাদের কোডিং ও ডেটা সায়েন্স শেখাতে Microsoft এর সাথে হাত মেলালো CBSE

সময় যতই আধুনিক হচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেট এবং তথ্য-প্রযুক্তির ওপর নির্ভরশীলতা। এদিকে, বর্তমানে বেশিরভাগ শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং বিষয়টিকে বৃত্তির জন্য জন্য বেছে নিচ্ছে; তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে কোডিং, প্রোগ্রামিং, হ্যাকিং বা ডেটা সায়েন্স সম্পর্কে জানার আগ্রহও। সেক্ষেত্রে এবার শিক্ষার গোড়া থেকেই এই বিষয়গুলির সাথে পড়ুয়াদের পরিচয় করানোর জন্য বিশেষ উদ্যোগ নিল CBSE (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন)। গতকাল তারা ঘোষণা করেছে যে, তারা Microsoft-এর সহযোগিতায় 2021-22 শিক্ষা বর্ষের পাঠক্রমে নতুন স্কিলিং বিষয় যোগ করবে। ফলে এখন থেকে CBSE বোর্ডের ষষ্ঠ-অষ্টম শ্রেণিতে শেখানো হবে কোডিং এবং অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সিলেবাসে ডেটা সায়েন্স অন্তর্ভুক্ত হবে।

CBSE-র মতে, এই নতুন বিষয়গুলি প্রবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আগামী দিনের জন্য দক্ষতা তৈরি হবে। শুধু তাই নয়, নতুন পাঠক্রমের প্রভাবে পড়ুয়াদের স্বনির্ভরতা, সমস্যা সমাধানের ক্ষমতা, যৌক্তিক চিন্তাভাবনা ইত্যাদি বাড়বে বলেই আশা করা হচ্ছে।

এই প্রসঙ্গে Microsoft India-র CEO নাভতেজ বাল জানিয়েছেন যে, দেশীয় বিদ্যালয়ে কোডিং এবং ডেটা সায়েন্স সম্পর্কে পড়ানো হলে শিক্ষার্থীদের পরবর্তী সময়ে কাজের জগতে সুবিধা হবে। তাছাড়া এই নতুন পাঠ্যক্রম, ভারতে বিজ্ঞান বা গবেষণা বিষয়ে দৃঢ়তা বাড়াতেও সক্ষম হবে বলে নাভতেজ দাবি করেছেন। তাঁর মতে, Microsoft এবং CBSE-এর এই পার্টনারশিপ আগামীকালের বিশ্ব তৈরির জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

জানিয়ে রাখি, Microsoft, ইতিমধ্যেই NCERT প্যাটার্ন এবং স্ট্রাকচারের ওপর ভিত্তি করে কোডিং এবং ডেটা সায়েন্সের বিষয়ে প্রয়োজনীয় হ্যান্ডবুক তৈরি করেছে। রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি ওপেন-সোর্স প্ল্যাটফর্মের নৈতিক দিকগুলি শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য, ওই বইগুলিতে বাস্তব জীবনের উদাহরণ দিয়েছে। এর ফলে শিক্ষার্থীরা গণিত, ভাষা, সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়গুলি আরো ভালভাবে শিখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন