বাজারে আসছে Poco M2 Pro, লঞ্চের আগে দেখা গেল ভারতীয় সার্টিফিকেশন ওয়েবসাইটে

ভারতে খুব শীঘ্রই আসছে Poco M2 Pro। কারণ আজ এই ফোনটিকে ভারতীয় সার্টিফিকেশন ওয়েবসাইট BIS এ দেখা গেছে। প্রসঙ্গত কিছু সপ্তাহ আগে পোকো এম ২ প্রো কে Bluetooth SIG সাইটেও অন্তর্ভুক্ত করা হয়। মনে করা হচ্ছে এম সিরিজের এই পোকো ফোনের দাম ২০,০০০ টাকার কম হবে।

একজন টুইটার ইউজার সার্টিফিকেশন ওয়েবসাইটে Poco M2 Pro কে প্রথম দেখতে পায়। মিড রেঞ্জে আসা এই ফোনকে সার্টিফিকেশন ওয়েবসাইটে gram কোডনেমের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এর মডেল নম্বর M2003J6CI। এই ফোনে ব্লুটুথ ৫.০ ভার্সন থাকবে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১১ ইন্টারফেসের সাথে আসবে।

এদিকে পোকো এম২ প্রো কে সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেলেও এই ফোনের ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি। তবে কোডনেম দেখে মনে করা হচ্ছে এই ফোনটি Redmi Note 9 Pro এর রিব্রান্ডেড ভার্সন হবে। কারণ এই একই কোডনেম ছিল রেডমি নোট ৯ প্রো এর। কয়েকদিন আগেই পোকো ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার C Manmohanan  হিন্দুস্থান টাইমস এর সাথে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন আগামী ২০-২৫ দিনের মধ্যে ভারতে নতুন ফোন আনছে পোকো ইন্ডিয়া।

যদিও সি মনমোহনান এটা জানান নি যে, ভারতে ঠিক কোন ফোনটিকে লঞ্চ করা হবে। প্রসঙ্গত এবছরের শুরুতে পোকো ভারতে Poco X2 লঞ্চ করেছিল। এরপর গুঞ্জন ছড়িয়েছিল যে কোম্পানিটি ভারতে Poco F2 Pro বা Poco M2 Pro লঞ্চ করতে পারে। এবার স্পষ্ট হল যে, কোম্পানিটি পোকো এম২ প্রো কে ভারতে আনছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *