অতিরিক্ত শরীরচর্চার করে হৃদরোগ ডেকে আনছেন না তো? এই নতুন ডিভাইস সতর্ক করবে আপনাকে

সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র অভিনেতাসহ বেশ কিছু জনপ্রিয় এবং গণ্যমান্য ব্যক্তিত্বের আকস্মিক মৃত্যুর খবর সামনে এসেছে। সুস্থ এবং বয়েসে তরুণ হওয়া সত্ত্বেও, কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মানুষগুলি না ফেরার দেশে চলে গেছে। বিশেষজ্ঞরা দাবি করেছেন, অতিরিক্ত ব্যায়ামের কারণেই মৃত ব্যক্তিদের হৃদযন্ত্র বিকল হয়েছে। সেক্ষেত্রে এবার আইআইটি (IIT) গান্ধীনগরের রিসার্চাররা এমন একটি AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এনাবেলড ইনোভেটিভ ডিভাইস নিয়ে এসেছেন, যা অতিরিক্ত ব্যায়াম বা ট্রেডমিলের ফলে উৎপন্ন হার্ট অ্যাটাকের ঝুঁকি সম্পর্কে সতর্কতা দেবে। শুধু তাই নয়, এই নতুন ডিভাইসটি অতিরিক্ত ব্যায়ামের ঝুঁকি রোধ করার উদ্দেশ্যে অ্যাডাপ্টিভ, প্রোগ্রেসিভ ও ইমারসিভ এক্সপিরিয়েন্স প্রদান করবে বলে জানা গিয়েছে। তবে জিম/ট্রেডমিল জাতীয় শরীরচর্চা প্রেমীদের পাশাপাশি গাইট ডিজঅর্ডারের রোগীদের জন্য এটি খুবই উপকারী প্রমাণিত হতে পারে।

বর্তমান সময়ে ফিটনেসের পেছনে ছুটছে সকলেই:

এই একবিংশ শতাব্দীতে অনেকেই শারীরিকভাবে ফিট থাকার জন্য নিয়মিত ব্যায়াম করেন। এর মধ্যে খুব কম মানুষই তাদের ব্যায়াম করার ক্ষমতা সম্পর্কে জানেন, আবার অনেকে অতিরিক্ত ব্যায়াম করতে পছন্দ করেন। যদিও এক্সারসাইজ ট্রেইনারের পর্যবেক্ষণ বা হস্তক্ষেপ ঠিকঠাক না থাকলে, অথবা এইরকম প্রশিক্ষকের সংস্পর্শে না থাকলে ফিটনেস ফ্রিকারদের শরীরচর্চা যথাযথ হয়না। আর এইভাবে অতিরিক্ত ব্যায়ামের অভ্যাস কার্ডিয়াক ওভারলোডের মত মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

IIT নির্মিত PTreadX ডিভাইসের কার্যকারিতা

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক উত্তমা লাহিড়ীর নেতৃত্বে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গান্ধীনগর (IITGN)-এর একটি রিসার্চ টিম একটি ভার্চুয়াল রিয়েলিটি (VR) ভিত্তিক ট্রেডমিল ব্যায়াম প্ল্যাটফর্ম উদ্ভাবন করেছে। আদতে ‘PTreadX’ (পি-ট্রেড এক্স) নামের এই প্ল্যাটফর্ম, ওই আইআইটির প্রাক্তন ছাত্র ডক্টর ধবল সোলাঙ্কির পিএইচডি গবেষণার অংশ যা ইউজারদের ব্যায়ামের অভ্যাস মনিটর করে যাবতীয় ঝুঁকি এড়ানোর চেষ্টা করবে। কার্যকারিতার কথা বললে, ‘PTreadX’-এ ভিআর-ভিত্তিক টাস্ক মডিউলগুলি ট্রেডমিল জাতীয় ব্যায়ামের সাথে ইন্টিগ্রেট করা হয়েছে, ফলত এটি রিয়েল-টাইম আউটপুট দেবে। মূলত ইউজারের শারীরবৃত্তীয় আচরণের ওপর নির্ভর করে এটি কাজ করবে।

এই সিস্টেমের ভিআর-ভিত্তিক টাস্ক মডিউলটি বিভিন্ন সিমুলেটেড দৃশ্য/পরিবেশ অফার করবে এবং ইউজারের ট্রেডমিলে হাঁটা/দৌড়ানো গতির সমতুল্য গতিতে একটি মানব অবতারের পথ ধরে হাঁটা বা দৌড়ানোর প্রতিকৃতি প্রদর্শন করবে। তাছাড়া এটি ইউজারের এক্সারসাইজ লেভেল সেট করবে এবং ট্রেডমিলের কর্মক্ষমতার ওপর ভিত্তি করে অডিও-ভিজ্যুয়াল প্রতিক্রিয়াসহ অন্যান্য তথ্য (যেমন ট্রেডমিলের গতি, শক্তি খরচ, হার্ট রেট ইত্যাদি) দেখতে সাহায্য করবে। এতে, যেকোনো ব্যক্তি নিজের শরীরের ক্ষমতা অনুযায়ী পরিমিত ব্যায়াম করতে সক্ষম হবেন।