Ola Electric: দিনে ১ হাজার বৈদ্যুতিক স্কুটার তৈরি হচ্ছে ওলা-র কারখানায়, দাবি সংস্থার CEO-র

S1 ও S1 Pro ইলেকট্রিক স্কুটার দুটির ডেলিভারি ইতিমধ্যেই শুরু করেছে Ola Electric। এই স্কুটারগুলি গ্রাহকদের কাছে আরও দ্রুত পৌঁছে দিতে উৎপাদনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি খুব শীঘ্রই দ্বিতীয়বারের জন্য পার্চেস উইন্ডো খোলার কথা ঘোষণা করল ইলেকট্রিক ভেহিকেল (EV) স্টার্টআপ সংস্থাটি। বর্তমানে দৈনিক ১,০০০ বৈদ্যুতিক বাহন নির্মাণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার সংস্থার সিইও ভাবিশ আগারওয়াল (Bhavish Aggarwal) একথা টুইট বার্তায় জানিয়েছেন।

টুইটারে ভাবিশ লিখেছেন, “ফিউচারফ্যাক্টরি (Futurefactory) বর্তমানে প্রতিদিন ১,০০০ স্কুটার প্রস্তুত করছে। শীঘ্রই অবশিষ্ট গ্রাহকদের জন্য পারচেস উইন্ডো খোলা হবে।” এমনকি টুইট বার্তায় তাঁর পোস্ট করা একটি ছবিতে অসংখ্য স্কুটার দেখা যাচ্ছে। যার প্রসঙ্গে তিনি বলেছেন, এগুলি কেবলমাত্র একদিনের উৎপাদন।

অন্যদিকে ব্লুমবার্গ (Bloomberg) প্রকাশিত এক রিপোর্টে সম্পূর্ণ ভিন্ন তথ্য উঠে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, দৈনিক ১৫০ ইউনিট পণ্য উৎপাদন করতেও ওলা ইলেকট্রিক (Ola Electric)-কে হিমশিম খেতে হচ্ছিল। সেখানে এও বলা হয়েছে, ওলা ইলেকট্রিকের ‘বডি শপ’ এখন অর্ধেক ক্ষমতার সাথে কাজ করছে এবং এদের ‘পেইন্ট শপ’ এখনো চালু হয়নি।

ফিউচার ফ্যাক্টরি হল ওলা’র ইলেকট্রিক স্কুটারের উৎপাদন কেন্দ্র, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। ৫০০ একর জমির ওপর গড়ে উঠেছে এটি। বর্তমানে সংস্থাটি প্রতি বছর ২০ লক্ষ বৈদ্যুতিক স্কুটার প্রাথমিক পর্যায়ে উৎপাদনের প্রতিশ্রুতি দিয়েছে। যা মাত্র ছয় মাসের ব্যবধানে এই সম্পূর্ণ ব্যবস্থাটি গড়ে তোলা হয়েছে। শুধুমাত্র মহিলা কর্মচারীদের দ্বারা চালিত ফ্যাক্টরিটির বর্তমানে কর্মীর সংখ্যা ১০,০০০।

এখনো পর্যন্ত Ola S1S1 Pro বিদ্যুৎ চালিত টু-হুইলারের ৯০,০০০ বুকিং এসেছে বলে দাবি করেছে সংস্থাটি। প্রথম লটের বুকিংয়ের সমস্ত ই-স্কুটার নির্মাণ কেন্দ্র থেকে ডেলিভারি সেন্টারে পাঠানো হয়েছে, সেকথা কিছুদিন আগেই জানিয়েছিলেন ভাবিশ। বর্তমানে এর নির্মাণ সংখ্যা বাড়ানোর জন্য কোম্পানিতে প্রাণপণ চেষ্টা করে চলেছে। গত ডিসেম্বরের ১৫ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত ৩০০-রও কম গ্রাহককে স্কুটার ডেলিভারি করা হয়েছে বলে খবর।