Realme 9i কে লঞ্চের আগে দেখা গেল ই-কমার্স সাইটে, থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

রিয়েলমির আসন্ন স্মার্টফোন সিরিজ Realme 9 আগামী বছরের জানুয়ারি মাসে চীনের বাজারে পা রাখবে বলে শোনা যাচ্ছে। এই সিরিজের অধীন Realme 9, Realme 9 Pro, Realme 9i ও Realme 9 Pro+ – এই চারটি ফোন বাজারে আসতে পারে। ইতিমধ্যেই এই সিরিজের স্মার্টফোনগুলি বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। এখন Realme 9 সিরিজের বাজেট স্মার্টফোন Realme 9i-কে স্পট করা হল একটি চীনা ই-কমার্স ওয়েবসাইটের লিস্টিংয়ে। এই লিস্টিং থেকে ফোনের বেশ কয়েকটি স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। Realme 9i ফোনে থাকতে পারে শক্তিশালী ৫,০০০ এমএএইচ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Realme 9i ফোনটিকে স্পট করা হল AliExpress-এর সাইটে

মাইস্মার্টপ্রাইজের (MySmartPrice) একটি রিপোর্ট থেকে চীনা ই-কমার্স সাইট আলিএক্সপ্রেসে রিয়েলমি ৯আই ফোনটি তালিকাভুক্ত হওয়ার বিষয়টি সামনে এসেছে। যদিও ই-কমার্স সাইটের প্লেসহোল্ডার লিস্টিং থেকে ফোনটির কোনো ছবি পাওয়া যায়নি, তবে এর বেশ কয়েকটি স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। আলিএক্সপ্রেসের লিস্টিং অনুযায়ী, রিয়েলমি ৯আই ফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। আগের একটি রিপোর্টেও একই রেজোলিউশনের ক্যামেরা সেন্সর থাকার কথা বলা হয়েছিল। ই-কমার্স সাইটের লিস্টিংয়ে আরও একটি সেকেন্ডারি ক্যামেরা সেন্সর থাকার কথা উল্লেখ করা হয়েছে তবে এই সেন্সরের রেজোলিউশন জানা যায়নি। রিয়েলমি ৯আই ফোনের সামনে দেখা যেতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

আলিএক্সপ্রেসের লিস্টিং অনুযায়ী, Realme 9i ফোনে থাকতে পারে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি+(১,০৮০×২,৪০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। এই ফোনটি ব্ল্যাক ও ব্লু – এই দুটি কালার অপশনে বাজারে আসতে পারে। Realme 9i স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বদলে দেখা যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে ব্যবহার করা হতে পারে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। Realme 9i ফোনটি ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ বাজারে পা রাখতে পারে।

এছাড়াও, Realme 9i ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হতে পারে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। তবে অনুমান করা হচ্ছে, রিয়েলমির এই ফোনে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক নাও থাকতে পারে। কানেক্টিভিটির জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট দেখা যেতে পারে এতে। এছাড়া এই ফোন টি রান করতে পারে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২ (Realme UI 2) কাস্টম স্কিনে।

প্রসঙ্গত, আশা করা হচ্ছে আসন্ন Realme 9i ফোনে এবছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া পূর্বসূরি Realme 8i স্মার্টফোনটির তুলনায় অনেকগুলি ক্ষেত্রে আপগ্রেডেশন দেখা যাবে। Realme 8i ফোনে ছিল মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।