চমকে দিল TVS, করোনার মধ্যেই বিক্রি বাড়লো বাইক ও স্কুটারের

পুজোর মরশুমে বিক্রি বাড়লো দেশীয় বহুজাতিক মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা টিভিএস (TVS)-এর গাড়ির। এবছর সেপ্টেম্বরে ডিলারগুলির উদ্দেশ্যে মোট ৩৪৭,১৫৬ টি টু হুইলার পাঠিয়েছে সংস্থাটি। আগের বছরের তুলনায় যা ৬% বেশি। এমনকি মোটরসাইকেল বিক্রিতে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এবছরে ৬% বৃদ্ধি হয়েছে সংস্থাটির। গতবছর সেপ্টেম্বরে বাইক ও স্কুটারের বিক্রির পরিমাণ ছিল ৩১৩,৩৩২টি, যেখানে এ বছরের সেপ্টেম্বরে ৩৩২,৫১১ ইউনিট ছুঁয়েছে। পাশাপাশি ডোমেস্টিক টু হুইলারের বিক্রিও বেড়েছে। করোনার বিধি-নিষেধ শিথিল হওয়ায় চলতি এবং আগামী মাসগুলিতে আরও ব্যবসা বাড়বে বলেই আশাবাদী টিভিএস।

গত বছরের তুলনায় এ বছরের সেপ্টেম্বরে বিক্রির জন্য নথিভুক্তকরণ মোটরসাইকেলের শতকরা হার বেড়েছে ১৯%, যেটি সংখ্যায় ১৬৬,০৪৬। গত বছর এই সংখ্যাটি ছিল ১৩৯,৬৯৮। স্কুটারের ক্ষেত্রে এই সংখ্যাটি ১০৪,০৯১, গত বছর যা ছিল ১০৩,৮৭৭ টি। আগের বছর সেপ্টেম্বরে সংস্থাটি মোট ৮৫,১৬৩ টি প্রোডাক্ট রপ্তানি করেছিল, এবছর সেই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ১০২,২৫৯ তে।

আবার এবছরের সেপ্টেম্বরে টু হুইলারের রপ্তানির নথিভুক্তকরণ সংখ্যাটি হল ৮৮,৪২৭, আগের বছর যা ছিল ৭১,৫৭০ টি। ফলে রপ্তানিও ২৪% বৃদ্ধি পেয়েছে। তিন চাকার গাড়ির ক্ষেত্রে এবছরের সেপ্টেম্বরে সংস্থাটি বিক্রি করেছে ১৪,৬৪৫ ইউনিট, গতবছর এই সংখ্যাটি ছিল ১৪,৩৬০ ইউনিট।

সংস্থার তরফে জানানো হয়েছে ২০২১-২২ আর্থিক বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট টু হুইলার বিক্রি হয়েছে ৮.৭০ লক্ষ ইউনিট। আগের আর্থিক বর্ষে এই সংখ্যাটি ছিল ৮.৩৪ ইউনিট। তিন চাকার গাড়ির ক্ষেত্রে এবছর এই সংখ্যাটি ০.৪৭ লক্ষ, আগের বছর যা ছিল ০.৩৩ লক্ষ। এথেকেই বোঝা যাচ্ছে সংস্থাটির ব্যবসা গত বছরের তুলনায় এ বছর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন